বিক্রম ব্যানার্জী, কলকাতা: বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া কাটিয়ে শুরু হতে চলেছে গ্রীষ্মের রৌদ্রজ্জ্বল ইনিংস। আর তাতেই কার্যত জীবন দুর্বিষহ হয়ে উঠবে রাজ্য বাসির। তাই এখন থেকেই তীব্র দাবদাহ থেকে বাঁচতে ঘর ঠান্ডা রাখার উপায় খুঁজতে শুরু করেছেন অনেকেই। কেননা, AC কেনার সামর্থ্য সকলের থাকে না। থাকলেও খরচ অনেক।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কাজেই ভরসা প্রাকৃতিক উপায়। আর প্রকৃতি বলতে প্রথমেই যা মাথায় আসে তা হলো সবুজ গাছের সমারহ। হ্যাঁ, এমন কিছু গাছ(Cooling Plants) রয়েছে যা বাড়িতে থাকলে বরফের মতো ঠান্ডা থাকবে ঘর। চলুন পরিচয় করে নিই 3 ধরনের গাছের সাথে। যা গরমের দুর্বিষহ জীবন থেকে আপনাকে বাঁচাবে।
বাঁশ গাছ
বাঁশ গাছের পাতাগুলি বাতাস থেকে উষ্ণতা শোষণ করে। আকারে বৃহৎ বাঁশ গাছের পাতা বাতাস থেকে উষ্ণতাকে দূরে সরিয়ে হিমশীতল পরিবেশ তৈরি করেতে দারুণ কার্যকরী। তাই গ্রীষ্মের অস্বস্তিকর পরিবেশ থেকে বাঁচতে চাইলে আজই ঘরে নিয়ে আসুন বাঁশ গাছ। তবে হ্যাঁ, মনে করে ঘরে থাকা বাঁশ গাছটিতে নিয়মিত জল দিতে হবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অ্যালোভেরা গাছ
বাতাস থেকে দূষিত পদার্থ দূর করে তা বিশুদ্ধ করার পাশাপাশি অক্সিজেনের পরিমাণও বাড়াতে সাহায্য করে অ্যালোভেরা। এছাড়াও অ্যালোভেরার একাধিক গুনাগুন সম্পর্কে বর্তমানে প্রায় সকলেই অভিহিত। তবে অনেকেই এ কথা জানেন না, এই অ্যালোভেরা গাছই ঘরের গরম পরিবেশ দূর করতে সিদ্ধহস্ত। অ্যালোভেরা গাছ ঘরে থাকলে, তা মূলত বাতাসকে বিশুদ্ধ করে অক্সিজেনের পরিমাণ বাড়ায় ফলে ঘর বরফের মতো ঠান্ডা থাকে।
অবশ্যই পড়ুন: ফ্লাইটে ওঠার অনুমতি নেই সারমেয়র, বিমানবন্দরেই কুকুরকে জলে ডুবিয়ে হত্যা মহিলার
স্নেক প্ল্যান্ট
এই গাছটি মূলত গৃহ মধ্যস্থ উদ্ভিদ। এর কাজ বাতাসকে বিশুদ্ধ করে অক্সিজেন সরবরাহ করা। বিজ্ঞান জগতে, অক্সিজেন সরবরাহকারী গাছ হিসেবে পরিচিত স্নেক প্ল্যান্ট, যা ঘরে কিংবা বাড়ির কোনও কোণে লাগালে ঘরজুড়ে শীতল পরিবেশ তৈরি করে। বলে রাখি, স্নেক প্ল্যান্টের বিশেষ রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, নিয়ম করে মাঝেমধ্যে গাছটিতে জল দিতে হবে।