AC কেনার সেরা সুযোগ! ফ্লিপকার্ট দিচ্ছে ৫২% ছাড়, সাথে মিলছে এক্সচেঞ্জ অফার
সৌভিক মুখার্জী, কলকাতা: শীত গড়িয়ে গরমের দাপট বাড়তেই মানুষ কুলার এবং AC মেরামত করতে ব্যস্ত হয়ে পড়েছে। কুলারের লুক বদলানো থেকে শুরু করে পাম্প সরানো, বহুদিন ধরে বন্ধ থাকা এয়ার কন্ডিশনারও (AC) বর্তমানে সার্ভিসিং চলছে। কিন্তু পারদের মাত্রা ছাড়িয়ে গেলে শীতল বাতাসের জন্য একমাত্র ভরসা হয়ে দাড়ায় AC। আর আপনি যদি নতুন 1.5 Ton Split AC কেনার কোন পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর।
সম্প্রতি বাজারে Split AC-এর মূল্যে বিশাল পরিমাণে ছাড় দিয়েছে ফ্লিপকার্ট (Flipkart AC Offer)। যার ফলে এখন সাধারণের মধ্যে সস্তায় AC কেনার সুযোগ তৈরি হয়েছে। ফ্লিপকার্টের বিশেষ অফারে Voltas, LG, Lloyd, Carrier, Godrej এবং Whirlpool-এর Split AC-তে মিলছে প্রচুর পরিমাণে ছাড়। তাই যারা নতুন AC কেনার কথা ভাবছেন তাদের জন্য হতে পারে এটি সেরা সুযোগ।
ফ্লিপকার্ট গ্রীষ্মের শুরুতেই গ্রাহকদের জন্য এবার দারুণ সব অফার নিয়ে হাজির হয়েছে। এই প্রথমবারের মতো এত বড় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এয়ার কন্ডিশনারে। শুধু ডিসকাউন্ট নয়, বরং ফ্লিপকার্ট নিয়ে এসেছে এক্সচেঞ্জ অফার, যার মাধ্যমে আপনি পুরনো AC বদলে আরো ছাড় পেতে পারেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। তো চলুন দেখে নিই, এই মুহূর্তে বাজারে থাকা সেরা কিছু ডিল।
এই AC-টির মডেল নাম্বার CAI18ER3R34F0। ফ্লিপকার্টে এই AC-টির নির্ধারিত মূল্য 67,790/- টাকা। তবে অফারের পর এই AC-টির মূল্য দাঁড়িয়েছে মাত্র 34,990/- টাকা, যেখানে 48% ছাড় দেওয়া হয়েছে। এই AC-টির 3 স্টার রেটিং রয়েছে এবং PM 2.5 ফিল্টার টেকনোলজি যুক্ত রয়েছে। Carrier ব্র্যান্ডের এই শক্তিশালী AC-টি কুলিং ক্ষমতার জন্য পরিচিত। তাই 48% ছাড়ে এত কম দামে এই AC কেনার সুযোগ হয়তো আর আসবে না।
এই AC-টির মডেল নম্বর EI 18P3T WZT 3S। ফ্লিপকার্টে এই AC-টির নির্ধারিত মূল্য 45,990/- টাকা। তবে অফারের পর এই AC-টির মূল্য দাঁড়িয়েছে মাত্র 32,490/- টাকা, যেখানে 29% ছাড় দেওয়া হয়েছে। এই AC-টির 3 স্টার রেটিং রেটিং রয়েছে। গোদরেজের এই AC-টি হেভি ডিউটি কুলিং দেয়, যা প্রচন্ড গরমে দ্রুত ঠান্ডা বাতাস ছড়িয়ে দিতে সাহায্য করে।
এই AC-টির মডেল নম্বর 183V CAX (4503692)। ফ্লিপকার্টে এই AC-টির নির্ধারিত মূল্য 62,990/- টাকা। তবে 46% ছাড় দিয়ে এই AC-টির নতুন দাম দাঁড়িয়েছে মাত্র 33,990/- টাকা। জানলে অবাক হবেন, এই শক্তিশালী কুলিং সম্পন্ন AC-টি এক্সচেঞ্জ অফার দিয়ে আরো 5600/- টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। Voltas দীর্ঘদিন ধরেই ভারতীয় বাজারে এক জনপ্রিয় নাম। উচ্চ গরমেও দ্রুত ঠান্ডা করতে পারে এই AC। তাই এটিই সেরা সুযোগ অফারটি লুফে নেওয়ার।
এই AC-টির ফ্লিপকার্টে নির্ধারিত মূল্য রয়েছে 78,990/- টাকা। যেখানে 52% ছাড় দিয়ে এই AC-টির দাম দাঁড়িয়েছে মাত্র 37,690/- টাকায়। এই AC-টিতে রয়েছে VIRAAT Mode, Diet Mode এর মত কিছু উন্নত প্রযুক্তি। এছাড়া এক্সচেঞ্জ অফারে 5600/- টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে এই AC-টিতে। LG এসি সাধারণত উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং দ্রুত কুলিং নিশ্চিত করে। তাই 52% ছাড়ে এই AC-টি কেনার সুযোগ হয়তো আর ভবিষ্যতে আসবে না।
দিনের পর দিন তাপমাত্রা যত বাড়বে, AC-এর দাম ততই বাড়বে। তাই আপনি যদি নতুন Split AC কেনার চিন্তা-ভাবনা করে থাকেন, তাহলে দেরি না করে ফ্লিপকার্টের এই অফারকে কাজে লাগান। আর সবথেকে বড় সুবিধা হল, ফ্লিপকার্টে এই AC কিনলে আপনি বিনামূল্য ইনস্টলেশন এবং EMI অপশনে পাবেন। আর এক্সচেঞ্জ অফারে পুরনো AC বদলে নেওয়ার সুযোগ তো মিলছেই। এই বিশেষ ছাড় বেশি দিন থাকবে না। তাই যদি AC কেনার পরিকল্পনা মাথায় আসে, তাহলে এখনই সিদ্ধান্ত নিন এবং এই কালঘাম ছোটা গরম থেকে মুক্তি পান।
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
This website uses cookies.