AC Offer: চাঁদিফাটা গরমে হাফ দামে মিলছে Tata সহ ৩ AC, বুক করুন আজই | AC In Half Prize
সৌভিক মুখার্জী, কলকাতা: বসন্তের আমেজে চাঁদিফাটা গরমে দুর্বিষহ হয়ে পড়েছে গোটা দেশবাসী। তীব্র দাবদাহে ঘরে টেকাই দুষ্কর হয়ে পড়ছে। আর এই গরমে এসি ছাড়া দিন কাটানো সত্যিই কঠিন। তবে সবার তো আর এসি কেনার মত বাজেট থাকে না। কিন্তু তাঁদের জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ টাটা ক্রোমা দিচ্ছে বিশাল ডিসকাউন্ট। যেখানে হাফ দামে এসি কিনতে পারবেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। তাও মিলবে ব্রান্ডেড সব এয়ার কন্ডিশনার।
এবার আর গরমে ঘেমে-নেয়ে ঘরের মধ্যে স্নান করতে হবে না। Amazon, Flipkart এবং Croma-তে চলছে বিশাল ডিসকাউন্ট। আর এর ফলে আপনি Midea, Voltas এবং LG-এর এসি পেতে পারেন সর্বোচ্চ 55% পর্যন্ত ডিসকাউন্টে। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন এসিতে এই বিরাট ডিসকাউন্ট চলছে।
এই এসিতে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। সূত্র বলছে, এই এসিটির বাজার মূল্য 66,990/- টাকা। তবে ছাড় দিয়ে দাম দাঁড়াচ্ছে মাত্র 29,990/- টাকা। অর্থাৎ, একধাক্কায় 55% ছাড় দেওয়া হচ্ছে এই এসিটির উপর। এই এসিটি 150 স্কোয়ার ফুট ঘরের জন্য পারফেক্ট অপশন। রয়েছে 5 স্টার রেটিং। অর্থাৎ, বিদ্যুৎ খরচ খুবই কম হবে। এছাড়া দ্রুত কুলিং এবং উন্নত ইনভার্টার প্রযুক্তিও রয়েছে এই এসিটিতে।
এই এসিটির বাজার মূল্য রয়েছে 79,990/- টাকা। এসিটি ছাড় দিয়ে পাওয়া যাচ্ছে মাত্র 36,894/- টাকায়। অর্থাৎ 43,096/- টাকা শুধু ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, যা প্রায় 55%। এই এসিটি 190 স্কোয়ার ফুট পর্যন্ত ঘরের জন্য সেরা অপশন। রয়েছে 5 স্টার রেটিং, কপার কনডেন্সার, যাতে কম বিদ্যুৎ খরচ হবে। সবথেকে বড় ব্যাপার, এই এসিটিতে 1 বছরের ওয়ারেন্টি থাকবে এবং 10 বছরের কমপ্রেসার ওয়ারেন্টি থাকবে।
এই এসিটির বাজার মূল্য রয়েছে 78,990/- টাকা। বিশাল ডিসকাউন্ট দিয়ে এখন দাম দাঁড়িয়েছে মাত্র 40,990/- টাকা। এই এসিটি 130 স্কোয়ার ফুট ঘরের জন্য পারফেক্ট অপশন। রয়েছে 5 স্টার রেটিং, AI+ প্রযুক্তি, ThinQ এবং ভয়েস কন্ট্রোল সুবিধা। এই এসিটিতেও 1 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাওয়া যাবে এবং 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাওয়া যাবে।
এই তীব্র গরমে বাজারের তুলনায় বিশাল ডিসকাউন্টে এসিগুলি পাওয়া যাচ্ছে, তাও কিনা সব ব্র্যান্ডেড এসি। এই সুযোগ খুব কমই আসবে। পাশাপাশি সবকটা এসিতেই থাকছে 5 স্টার রেটিং, যা বিদ্যুৎকে সাশ্রয় করবে এবং দীর্ঘমেয়াদে খরচ বাঁচাবে। এছাড়া সুবিধাজনক উপায় হিসেবে EMI অপশনও থাকছে। ফলে যাদের বাজেট কম তারাও নিশ্চিন্তে কিনতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার পছন্দের এসিটিকে বুকিং লিস্ট রাখুন।
আপনিও কি প্রতি মাসে মোবাইল রিচার্জ করতে বিরক্ত হন? একটু ভুল হলেই মোবাইল পরিষেবা বন্ধ…
স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এসেছে অপ্পোর নতুন ফোন Oppo K12x 5G। এটি একটি এন্ট্রি-লেভেল…
উল্লু প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ “সেক্রেটারি”, যা রোমান্স ও নাটকীয়তায় ভরপুর। এই…
প্রীতি পোদ্দার, কলকাতা: হিন্দু শাস্ত্রে মহাদেবের আরাধনার মাহাত্ম্যের কথা বহুলভাবে প্রচলিত। গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপূজার আগে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর এলাকায় তৈরি হচ্ছে এমন একটি প্রকল্প, যার…
প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে স্বস্তির বৃষ্টি এল রাজ্য জুড়ে। পূর্বাভাস বেশ কয়েকদিন ধরেই দিয়ে আসছিল…
This website uses cookies.