লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Acer Aspire 3 i7 12th Gen Discount: 41,990 টাকার দুর্দান্ত ল্যাপটপের দাম 7,000 টাকা কমল, এমন সুযোগ আর আসবে না | Acer Aspire 3 Price

Published on:

পড়াশোনা হোক বা অফিসের কাজ, সঙ্গে ল্যাপটপ থাকলে সবকিছুই অনেকটা সহজ হয়ে যায়। আবার অনেকের কেনার ইচ্ছা থাকলেও দামের কথা ভেবে পিছিয়ে আসেন। এমন ক্রেতাদের জন্য দারুণ সুযোগ আনল ফ্লিপকার্ট। Acer Aspire 3 i7 12th Gen ল্যাপটপে প্রায় ৭,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে এই ই-কমার্স প্ল্যাটফর্ম। ৪১,৯৯০ টাকা দামের এই ল্যাপটপ বিভিন্ন অফার ধরে ৩৫,১৮৮ টাকায় কেনা যাবে।

READ MORE:  Flipkart OMG Sale: বিরাট সস্তায় ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাওয়ারফুল Realme ফোন, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অবিশ্বাস্য অফার | Realme GT 6 Price

প্রথমেই বলে রাখি, দ্বাদশ প্রজন্মের Intel i7 প্রসেসর চালিত Acer Aspire 3 এই মুহূর্তে ফ্লিপকার্টে লিস্টেড রয়েছে ৪১,৯৯০ টাকায়। ১০০টি সুপারকয়েন ব্যবহার করে ল্যাপটপটির উপর ১,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ডে আরও অতিরিক্ত ৫,৮০২ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে চূড়ান্ত দাম দাঁড়াবে ৩৫,১৮৮ টাকা।

Acer Aspire 3 কেন কিনবেন

হালকা ও পাতলা অথচ শক্তিশালী প্রসেসর এবং SSD স্টোরেজ সহ ল্যাপটপ খুঁজছেন এমন ক্রেতাদের জন্য, Acer Aspire 3 পোর্টেবিলিটি এবং পাওয়ারের একটি দুর্দান্ত ভারসাম্য প্রদান করে। ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, প্রাইভেসি শাটার এবং হালকা বিল্ড পেশাদার এবং শিক্ষার্থীদের উভয়ের জন্যই দারুণ বিকল্প করে তোলে। ১.৪৫ কেজি ওজনের এই ল্যাপটপে ১৪ ইঞ্চি ডিসপ্লে রয়েছে।

READ MORE:  কোটি কোটি WhatsApp ব্যবহারকারীদের জন্য সরকারের সতর্কবার্তা, সাবধান না হলে বিপদে পড়বেন | Govt Warns WhatsApp Users

এসারের এই ল্যাপটপ IPS প্রযুক্তির সাথে ফুল এইচডি রেজোলিউশন অফার করে, ফলে রঙ আরও সুন্দর ভাবে ফুটে উঠবে। 12th Gen Intel Core i7-1255U চিপসেটের সঙ্গে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজের কম্বিনেশন দৈনন্দিন কাজ বা মাল্টিটাস্কিং সুচারুভাবে পরিচালনা করতে সহায়তা করে। সবশেষে, মনে রাখবেন ছাড়ের অঙ্ক যে কোনও সময় পরিবর্তন হতে পারে। তাই দেরি করলে অফার মিস হয়ে যেতে পারে।

READ MORE:  ৯০ কিমি মাইলেজসহ সাশ্রয়ী বাইক, হিরো লঞ্চ করলো HF Deluxe Flex-Fuel!

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.