লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Acer Aspire 3 Laptop Windows 11 OS: ১৫ হাজার টাকার কমে উইন্ডোজ ১১ চালিত ল্যাপটপ, চমকানো অফার নিয়ে হাজির Acer | Laptop Under 15000 Rupees on Flipkart

Published on:

আপনি কি নতুন ল্যাপটপ খোঁজ করছেন? তাহলে আপনার জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে ই-কমার্স সাইট Flipkart। এই শপিং সাইটে এখন কম দামে পাওয়া যাচ্ছে Acer Aspire 3 ল্যাপটপ। এই ল্যাপটপে পাওয়া যাবে ইউন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম এবং বড় ডিসপ্লে ছাড়াও অত্যন্ত কমপ্যাক্ট ডিজাইন। Flipkart এখন এই ল্যাপটপের সাথে ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার দিচ্ছে। ফলে অনেক সাশ্রয়ী মূল্যে কেনা যাচ্ছে Acer Aspire 3 ল্যাপটপ।

READ MORE:  Samsung Galaxy Tab Active 5 Pro Launched: জলে ডুবিয়ে রাখলেও নো চিন্তা, বিশাল বড় 10100mAh ব্যাটারি সহ লঞ্চ হল Samsung এর নতুন ট্যাবলেট | Samsung Galaxy Tab Active 5 Pro 10100mah Battery

সাধারণত ইউন্ডোজ ১১ চালিত ল্যাপটপের দাম ৩০ হাজার টাকার কাছাকাছি। আবার কম দামে পাওয়া গেলেও সেগুলি ক্রোমবুক সিরিজের ল্যাপটপ হয়। তবে Acer Aspire 3 এক্ষেত্রে ব্যতিক্রম। এতে রয়েছে Intel Celeron ডুয়েল কোর প্রসেসর। এটি অত্যন্ত হালকা ও কমপ্যাক্ট সাইজের ডিজাইন সহ এসেছে। এটি সহজে বহনযোগ্য।

Acer Aspire 3 ল্যাপটপে অফার

ফ্লিপকার্টে এখন বিশেষ ছাড়ের পর এসার অ্যাস্পায়ার ৩ ল্যাপটপটি মাত্র ১৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। আর নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ ডিসকাউন্টের পরিমাণ পুরানো ডিভাইসের মডেল, এর অবস্থা ও এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।

READ MORE:  ল্যাপটপের মতো বিশাল ডিসপ্লে এবার ট্যাবে, বাজার কাঁপাতে আসছে Vivo Pad 4 Pro

Acer Aspire 3 এর স্পেসিফিকেশন ও ফিচার

এসার অ্যাস্পায়ার ৩ ল্যাপটপে আছে ১১.৬ ইঞ্চি বড় ডিসপ্লে। এতে HD 720p ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি ১৬.৮ মিমি পুরু এবং এতে আল্ট্রা-স্লিম ডিজাইন উপস্থিত। এই ল্যাপটপে আছে ইন্টেল সেলেরন N4500 প্রসেসর এবং ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি এসএসডি স্টোরেজ। উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপে একাধিক কনেক্টিভিটি ফিচার বর্তমান।

READ MORE:  Redmi Book Pro 2025 Features: Xiaomi আনছে Redmi ব্র্যান্ডের প্রিমিয়াম ল্যাপটপ, থাকবে ইন্টেল কোর আল্ট্রা ৫ প্রসেসর | Redmi Book Pro 2025 Processor
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.