জনপ্রিয় ল্যাপটপ ব্র্যান্ড Acer শেষমেশ স্মার্টফোন বাজারে প্রবেশ করল। সংস্থাটি তাদের প্রথম স্মার্টফোন Acer Super ZX ভারতে লঞ্চ করেছে, যা রেডমি, রিয়েলমিদের ঘুম ওড়াবে। এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে ১০ হাজার টাকার কম। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। আসুন এই 5G ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Acer Super ZX এর ভারতে দাম
এসার সুপার জেডএক্স ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯০ টাকা। এটি শুধুমাত্র ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে এসেছে। এটি Amazon India থেকে কেনা যাবে। এর প্রথম সেল শুরু হবে ২৫ এপ্রিল থেকে।
Acer Super ZX এর স্পেসিফিকেশন ও ফিচার
এসার সুপার জেডএক্স সেগমেন্টের সবচেয়ে দ্রুতগতির ফোন, যেখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। এটি মাত্র ৮.৬ মিমি পুরু হবে এবং ডিভাইসটি ৫জি কানেক্টিভিটি সহ এসেছে। এই স্মার্টফোনটি হাইপার ইঞ্জিন গেমিং মোড, ডায়নামিক র্যাম সাপোর্ট সহ এসেছে। এর সামনে আছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, যা ৮০০ নিটস পিক ব্রাইটনেস লেভেল অফার করে।
ফটোগ্রাফির জন্য এসার সুপার জেডএক্স ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি ৬৪ মেগাপিক্সেল Sony প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর এটি ১০ হাজার টাকার রেঞ্জে আসা প্রথম ডিভাইস যেখানে AI ইমেজ এনহ্যান্সমেন্ট প্রযুক্তি উপস্থিত।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ডিভাইসটি আইপি৫০ রেটিং বিল্ড কোয়ালিটি সহ এসেছে।