Activa ভুলে যাবেন, ভারতে দুর্দান্ত স্কুটার আনছে Honda, লঞ্চ কবে জেনে নিন
ভারতে ম্যাক্সি স্কুটারের জনপ্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে Yamaha তাদের Aerox 155 লঞ্চ করার পর থেকে। এই ধরনের স্কুটার আকারে বড় হয়, শক্তিশালী ইঞ্জিন থাকে, এবং ডিজাইন আগ্রাসী হয়। গত মাসে প্রথম ভারতীয় সংস্থা হিসাবে ম্যাক্সি স্কুটার লঞ্চ করেছে হিরো, যার নাম Xoom 160। এবার হোন্ডাও ভারতে ম্যাক্সি স্কুটার আনতে চলেছে বলে জানা গিয়েছে।
Honda ভারতে আনছে 160 সিসি ম্যাক্সি স্কুটার
অটোকার ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হোন্ডা শীঘ্রই ভারতে K4LA কোডনামের একটি ১৬০ সিসির ম্যাক্সি স্কুটার লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। মডেলটি ADV160 স্কুটির উপর ভিত্তি করে তৈরি হতে পারে, যা বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে বিক্রি হয়। অ্যাডভেঞ্চার স্টাইলের এই ম্যাক্সি স্কুটার ভারতে ২০২৬ সালে লঞ্চ হতে পারে বলে দাবি করা হয়েছে।
স্পেসিফিকেশনের কথা বললে, Honda ADV160 ম্যাক্সি স্কুটারের ১৫৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ৮,৫০০ আরপিএমে ১৬ হর্সপাওয়ার এবং ৬,৫০০ আরপিএমে ১৪.৭ এনএম টর্ক উৎপন্ন করবে। এতে আন্ডারবোন ফ্রেম রয়েছে, ফলে ফ্লোরবোর্ডে কোনও জিনিস রাখার জায়গা উপলব্ধ থাকবে না। তবে সিটের নিচে ২৭ লিটার স্টোরেজ মিলবে।
হোন্ডার এই স্কুটার ১৪ ইঞ্চি (ফ্রন্ট) ও ১৩ ইঞ্চি চাকায় দৌড়য়৷ সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। ফ্রন্ট হুইলে ডিস্ক ব্রেক বর্তমান। সঙ্গে সিঙ্গেল চ্যানেল এবিএস উপলব্ধ। এরোক্স এবং জুমের তুলনায় হোন্ডার এই মডেলের সুবিধা লুকিয়ে ফুয়েল ট্যাঙ্কে, যা ৮.১ লিটারের। আবার এটি জুমের থেকে ৯ কেজি হালকা।
Honda ADV160-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে, ডিজিটাল কনসোল, চাবি-হীন ইগনিশন, স্টার্ট/স্টপ টেক, অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন, সম্পূর্ণ এলইডি আলো, ও ইউএসবি চার্জার। ভারতে এই স্কুটারের দাম ২ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.