Activa Electric: স্কুটারের ব্যাটারি কখনও শেষ হবে না! কোম্পানি আনল দারুণ সুবিধা
হোন্ডা অ্যাক্টিভা ভারতের অন্যতম জনপ্রিয় স্কুটার। ২০২৪ সালের ২৭ নভেম্বর, হোন্ডা ভারতে অ্যাক্টিভার বৈদ্যুতিক সংস্করণ Activa E লঞ্চ করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এই স্কুটারের বুকিং শুরু হয় এবং ফেব্রুয়ারি থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ফিচার নিয়ে আসা এই স্কুটার গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে।
Activa E দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে—
1. Activa E Standard
2. Activa E Roadsync Duo
এই দুই ভেরিয়েন্টের মধ্যে প্রধান পার্থক্য হল ডিসপ্লে এবং সংযোগের সুবিধা। Roadsync Duo মডেলে ৭ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, নেভিগেশন ও লাইভ ট্র্যাকিং রয়েছে। অন্যদিকে, Standard মডেলে ৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকলেও, স্মার্টফোন সংযোগের সুবিধা নেই।
Roadsync Duo-এর বিশেষ ফিচার:
– কল ও এসএমএস নোটিফিকেশন
– মিউজিক কন্ট্রোল
– নেভিগেশন
– ওটিএ আপডেট
– ব্লুটুথ সংযোগ
– ডুয়াল 1.5kWh অদলবদলযোগ্য ব্যাটারি
– চার্জিং রেঞ্জ: সম্পূর্ণ চার্জে ১০২ কিমি
– চার্জিং টাইম: ৬-৭ ঘণ্টা
– ব্যাটারি পরিবর্তনের সুবিধা: মাত্র ১ মিনিটেই নতুন ব্যাটারি প্রতিস্থাপন করা সম্ভব
– Activa E Standard: ১,১৭,০০০ (এক্স-শোরুম)
– Activa E Roadsync Duo: ১,৫১,৬০০ (এক্স-শোরুম)
– মোটর: 6kW PMSM মোটর
– সর্বোচ্চ গতি: ৮০ কিমি/ঘণ্টা
– ব্রেকিং: সামনের ডিস্ক ও পিছনের ড্রাম ব্রেক
– ফিচার: ইউএসবি টাইপ-সি চার্জিং, সিটের নিচে স্টোরেজ
– রাইডিং মোড: ইকো, স্ট্যান্ডার্ড ও স্পোর্ট
হোন্ডার এই স্কুটারে অদলবদলযোগ্য ব্যাটারি প্রযুক্তি রয়েছে, যা স্কুটার চালকদের জন্য অত্যন্ত সুবিধাজনক। হোন্ডার চার্জিং স্টেশনে মাত্র ১ মিনিটেই পুরনো ব্যাটারি বদলে নতুন চার্জ করা ব্যাটারি নেওয়া যাবে। এছাড়া, ঘরে বসেও স্কুটারটি চার্জ করা সম্ভব।
হোন্ডার এই নতুন বৈদ্যুতিক স্কুটার আধুনিক প্রযুক্তি ও সুবিধার সংমিশ্রণে বাজারে বিপ্লব ঘটাতে চলেছে।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: Poco F7 Pro এবং F7 Ultra আগামী ২৭শে মার্চ সিঙ্গাপুরে লঞ্চ হতে…
অঙ্কিতা মন্ডল, কলকাতা: একটা স্মার্টফোনের আগমনের রেশ না কাটতেই আরও একটা ফোনের খবর। রিয়েলমি যেন…
ভারতীয় রেল হলো দেশের পরিবহনের লাইফলাইন, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। ট্রেনে সফর…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই সবার প্রথমে আসে ফিক্সড ডিপোজিট বা FD-এর নাম।…
ধনী হওয়া সহজ নয়, কিন্তু অবাস্তবও কোন কিছু নয়। আচার্য চাণক্যের (Chanakya) এই নীতি সত্যিই…
iQOO Z10 Turbo স্মার্টফোন বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও মিডিয়াটেক প্রসেসরের…
This website uses cookies.