লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Activa Electric: স্কুটারের ব্যাটারি কখনও শেষ হবে না! কোম্পানি আনল দারুণ সুবিধা

Published on:

হোন্ডা অ্যাক্টিভা ভারতের অন্যতম জনপ্রিয় স্কুটার। ২০২৪ সালের ২৭ নভেম্বর, হোন্ডা ভারতে অ্যাক্টিভার বৈদ্যুতিক সংস্করণ Activa E লঞ্চ করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এই স্কুটারের বুকিং শুরু হয় এবং ফেব্রুয়ারি থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ফিচার নিয়ে আসা এই স্কুটার গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে।

ভেরিয়েন্ট ও বৈশিষ্ট্য

Activa E দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে—

1. Activa E Standard
2. Activa E Roadsync Duo

READ MORE:  Electric Car: খেলা ঘুরিয়ে দেবে এই ইলেকট্রিক কার, একবার চার্জ দিলে চলবে ৫৫০ কিলোমিটার!

এই দুই ভেরিয়েন্টের মধ্যে প্রধান পার্থক্য হল ডিসপ্লে এবং সংযোগের সুবিধা। Roadsync Duo মডেলে ৭ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, নেভিগেশন ও লাইভ ট্র্যাকিং রয়েছে। অন্যদিকে, Standard মডেলে ৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকলেও, স্মার্টফোন সংযোগের সুবিধা নেই।

Roadsync Duo-এর বিশেষ ফিচার:
– কল ও এসএমএস নোটিফিকেশন
– মিউজিক কন্ট্রোল
– নেভিগেশন
– ওটিএ আপডেট
– ব্লুটুথ সংযোগ

ব্যাটারি ও রেঞ্জ

– ডুয়াল 1.5kWh অদলবদলযোগ্য ব্যাটারি
– চার্জিং রেঞ্জ: সম্পূর্ণ চার্জে ১০২ কিমি
– চার্জিং টাইম: ৬-৭ ঘণ্টা
– ব্যাটারি পরিবর্তনের সুবিধা: মাত্র ১ মিনিটেই নতুন ব্যাটারি প্রতিস্থাপন করা সম্ভব

READ MORE:  WhatsApp এ পাবেন চ্যাটজিপিটি ফিচার, ইমেজ ও ভয়েস রের্কড পাঠিয়েও কথা বলা যাবে

মূল্য

– Activa E Standard: ১,১৭,০০০ (এক্স-শোরুম)
– Activa E Roadsync Duo: ১,৫১,৬০০ (এক্স-শোরুম)

স্পেসিফিকেশন

– মোটর: 6kW PMSM মোটর
– সর্বোচ্চ গতি: ৮০ কিমি/ঘণ্টা
– ব্রেকিং: সামনের ডিস্ক ও পিছনের ড্রাম ব্রেক
– ফিচার: ইউএসবি টাইপ-সি চার্জিং, সিটের নিচে স্টোরেজ
– রাইডিং মোড: ইকো, স্ট্যান্ডার্ড ও স্পোর্ট

ব্যাটারি পরিবর্তনের সুবিধা

হোন্ডার এই স্কুটারে অদলবদলযোগ্য ব্যাটারি প্রযুক্তি রয়েছে, যা স্কুটার চালকদের জন্য অত্যন্ত সুবিধাজনক। হোন্ডার চার্জিং স্টেশনে মাত্র ১ মিনিটেই পুরনো ব্যাটারি বদলে নতুন চার্জ করা ব্যাটারি নেওয়া যাবে। এছাড়া, ঘরে বসেও স্কুটারটি চার্জ করা সম্ভব।

READ MORE:  Realme 14 5G Specification: এপ্রিলের আগেই লঞ্চ হচ্ছে Realme 14 5G, সস্তায় 6000mah ব্যাটারি সহ দারুণ ফিচার্স | Realme 14 5G Launch Date

হোন্ডার এই নতুন বৈদ্যুতিক স্কুটার আধুনিক প্রযুক্তি ও সুবিধার সংমিশ্রণে বাজারে বিপ্লব ঘটাতে চলেছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.