বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ক্লাব এফকে আর্কাদাগের কাছেও নাকানি-চোবানি খেয়েছে ইস্টবেঙ্গল। ISL-এ যাত্রা শেষ করে AFC চ্যালেঞ্জ লিগে(AFC Challenge League) ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল লাল হলুদের। তবে গতকাল শক্তিশালী প্রতিপক্ষের কাছে পরাস্ত হয়ে সেমিফাইনালে দৌড়ে একপ্রকার মুখ থুবড়ে পড়ল অস্কারের মশাল বাহিনী।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সেমিফাইনালে ওঠা কঠিন হবে লাল হলুদদের
চলতি ISL ম্যাচ গুলিতে অংশগ্রহণ কালে ইস্টবেঙ্গল কোচ অস্কার জানিয়েছিলেন, ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি AFC চ্যালেঞ্জ লিগও তাদের কাছে সমান গুরুত্ব পাচ্ছে। সেই সূত্র ধরেই ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে দাপট দেখানোর সুযোগ ছিল লাল হলুদদের। তবে সেই সুযোগের সদ্ব্যবহার সঠিক সময়ে করে উঠতে পারলেন না মেসি বৌলিরা।
কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে গো হারা হেরে, এবার সেমিফাইনালের লড়াই নিয়ে চিন্তায় পড়ে গেল ইস্টবেঙ্গল। সূত্র বলছে, চলতি AFC চ্যালেঞ্জ লিগেও ভুল সংশোধন করে উঠতে পারেনি মশাল বাহিনীর ছেলেরা। বুধবারের ম্যাচেও 10 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের আলগা হয়ে যাওয়ার রক্ষণকে কাজে লাগিয়ে গোল করে বসেন গুর্বানভ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
প্রথম পর্বেই ভুল ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল?
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, বুধবার কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে তুর্কমেনিস্তানের দল আর্কাদাগের বিপক্ষে রুখে দাঁড়ালেও দলের ছেলেদের ভুল ফুটবল ও ছন্নছাড়া মনোভাব ডুবিয়েছে অস্কারদের। জানা যায়, শুরুর দিকে ইস্টবেঙ্গল মাঝমাঠে দাপট দেখানোর চেষ্টা করেছিল। সেই মতো বল কাড়াকাড়ির লড়াইয়েও এগিয়েছিল তারা।
কিন্তু প্রতিপক্ষের বক্সের সামনে যেতেই খেই হারিয়ে ফেলে লাল হলুদের ছেলেরা। এক কথায় যাকে বলে তীরে এসে তরী ডোবানো। লিগজয়ী দল আর্কাদাগের প্লেয়ারদের কাছে যেন বল পায়ে দাঁড়াতেই পারছিল না ইস্টবেঙ্গল। যার জেরে গতকাল ঘরের মাঠে ইস্টবেঙ্গলের বেহাল অবস্থা দেখে উসকে গিয়েছিল চলতি ইন্ডিয়ান সুপার লিগ মরসুমের লাল হলুদ ম্যাচের স্মৃতি।
সুযোগ নষ্টের রোগ কাটিয়ে উঠতে পারেনি লাল হলুদ!
ইস্টবেঙ্গলের প্রথমার্ধের খেলা দেখে খানিকটা বোঝা গিয়েছিল দ্বিতীয়ার্ধে কেমন খেলবে তারা। গতকালের ম্যাচ রিপোর্ট বলছে, বাকি অংশের খেলাতেও একই ছবি ধরে রেখেছিল লাল হলুদ। মাঠ দখলের লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখার চেষ্টা করছিল ইস্টবেঙ্গলের ছেলেরা। তবে প্রতিপক্ষ যেহেতু আর্কাদাগ, তাই সহজে অস্কারের দলকে সুযোগ তৈরি করতে দেওয়ার পাত্র তারা নয়।
ফলত, দুইদলের আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে গড়িয়েছিল ম্যাচ। তবে সেই সময়ের মাঝেই বেশ কিছু সুযোগ ধরা দিয়েছিল ইস্টবেঙ্গল প্লেয়ারদের জালে। কিন্তু দুর্ভাগ্য, সেই সুযোগ সত্বেও গোল করতে পারেননি ইস্টবেঙ্গলের ছেলেরা। বেশ কয়েকবার সুযোগ নষ্ট করেছেন মেসি থেকে শুরু করে পিভি বিষ্ণুরা। কাজেই চলতি ইন্ডিয়ান সুপার লিগে যেই সুযোগ নষ্টের রোগে প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত হয়েছে লাল হলুদ, গতকালের AFC চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনালেও একই রোগে পড়ে কার্যত বিপদসীমায় এসে উপস্থিত হয়েছে ইস্টবেঙ্গল।
প্রসঙ্গত, আর্কাদাগের বিরুদ্ধে 0-1 গোলে পরাস্ত হয়ে এখন শেষ আশাও একপ্রকার হারাতে বসেছে ইস্টবেঙ্গল। যদিও সেই আশঙ্কা কাটাতে আগামী 12 মার্চ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আরও একটা সুযোগ পাবে ইস্টবেঙ্গল। এদিন প্রতিপক্ষ যেহেতু আর্কাদাগ, কাজেই তুর্কমেনিস্তানের মাঠে গিয়ে নিজেদের সেরাটা দিতে হবে ইস্টবেঙ্গলের ছেলেদের। তবে সূত্র বলছে, এই ম্যাচে জিতলেও সেমিফাইনালে ওঠার অঙ্কটা জটিল হয়েই থাকবে।
অবশ্যই পড়ুন: দেশের স্বার্থে রোজা ভেঙে কট্টরপন্থীদের তোপের মুখে শামি