AI Course: উচ্চ মাধ্যমিক শেষে পড়ো AI নিয়ে! গুগল, মাইক্রোসফট, TCS-র মতো সংস্থাগুলি দেবে চাকরি | After HS Do AI Course And Get Job

সৌভিক মুখার্জী, কলকাতাঃ বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial intelligence) প্রভাব দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। ব্যাংকিং থেকে শুরু করে স্বাস্থ্য, মিডিয়া, বিপণন, সাইবার সুরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে AI-এর চাহিদা এখন বেড়েই চলেছে। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে শুধুমাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসতে পারেন এবং কিছু নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা করেন, তাহলে AI বা ডেটা সাইন্স হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন AI-তে কেরিয়ার গড়বেন?

বর্তমানে বিশ্বজুড়ে AI-এর চাহিদা এতটাই বাড়ছে যে, বড় বড় সংস্থাগুলি এখন AI বিশেষজ্ঞদের উচ্চ বেতনে নিয়োগ করছে। সে গুগল, মাইক্রোসফট বলুন কিংবা মাহিন্দ্রা, TCS! সংস্থাগুলি এখন AI বিশেষজ্ঞদের খুঁজে বেড়াচ্ছে। এখন AI শেখার মাধ্যমে আপনি প্রযুক্তির ভবিষ্যতে নিজেকে উঁচু জায়গায় নিয়ে যেতে পারবেন এবং স্মার্ট ও উচ্চ বেতনের কর্মসংস্থানের সুযোগ পাবেন। তাই এই সুযোগকে অবশ্যই কাজে লাগান।

READ MORE:  Gmail Hack: হ্যাক হতে পারে ২৫০ কোটি Gmail, গ্রাহকদের সতর্ক করল Google, কীভাবে বাঁচাবেন নিজেকে? | Google Warns 250 Cr Users Gmail Can Be Hacked See How To Stay Protected

AI-এর ক্রমবর্ধমান গুরুত্ব

বর্তমানে AI-এর ক্রমবর্ধমান গুরুত্ব সম্পর্কে AI বিশেষজ্ঞ সন্তোষ কুমার জানিয়েছেন, “বর্তমানে AI-এর ছোঁয়া ছাড়া কোন সংস্থা নেই। সংবাদপত্র বলুন কিংবা IT, ডিজাইন, স্বাস্থ্যসেবা বা ব্যাংকিং, সব ক্ষেত্রেই এখন AI অপরিহার্য হয়ে উঠেছে। AI সম্পর্কিত দক্ষতা থাকলেই কর্মসংস্থানে আপনি সবার থেকে একধাপ এগিয়ে থাকবেন।”


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কোথায় পড়বেন AI?

যদি আপনি AI & Data Science-এ B.Tech করতে চান, তাহলে রাঁচির কিছু কলেজ হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। এর মধ্যে অন্যতম হল-

BIT Mesra: এখানে উন্নত গবেষণার সুবিধা দেওয়া হয় এবং সেরা জায়গায় প্লেসমেন্ট দেওয়া হয়। 

READ MORE:  অল্প সময়ে দ্বিগুণ মুনাফা! SBI নিয়ে আসলো এবার সেরা স্কিম

IIT Ranchi: এখানে ইন্ডাস্ট্রিভিত্তিক কোর্স করানো হয় এবং AI সম্পর্কিত পড়াশোনা করানো হয়। শুধু তাই নয়, আপনার প্লেসমেন্টের ব্যবস্থাও করে দেবে।

Usha Martin University: TCS-এর সঙ্গে সহযোগিতার সুযোগ মিলবে এই ইউনিভার্সিটিতে পড়লে। এছাড়া ইন্ডাস্ট্রি-রেডি কোর্স করানো হবে।

এক্ষেত্রে বলে রাখি, এই কলেজগুলিতে ৪ বছরের জন্য B.Tech কোর্স করতে হবে, যার কোর্স ফি ৮ থেকে ১৩ লক্ষ টাকার মধ্যে দাঁড়াবে। 

ডিগ্রী ছাড়াই AI শিখতে চান?

আপনি যদি মনে করেন, অন্য ডিগ্রীর পাশাপাশি AI শিখবেন, তাহলে রাঁচি ইউনিভার্সিটির Certified AI কোর্স হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। এই কোর্সের সবথেকে বড় সুবিধা হল এখানে প্রতি সেমিস্টারে মাত্র ৫ হাজার থেকে ৭ হাজার টাকা ফি দিতে হয়। আর আগেই বলা হয়েছে, এখানে অন্য ডিগ্রীর পাশাপাশি আপনি AI শিখতে পারবেন। স্বল্প সময়ের এই কোর্সের মাধ্যমে আপনি AI-এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শেখার সুযোগ পাবেন। 

READ MORE:  UCO Bank LBO Recruitment 2025: UCO Bank-এ শয়ে শয়ে শুন্যপদে নিয়োগ! মিলবে DA, DR! স্নাতক হলেই করুন আবেদন | Dearness Allowance With DR, Know UCO Bank Recruitment Process

AI কোর্সের পর কেরিয়ার সম্ভাবনা

AI নিয়ে পড়াশোনা করার পর সবার মনেই প্রশ্ন থাকবে যে, কোন সংস্থায় চাকরি পাব? এক্ষেত্রে বলে রাখি, AI কোর্স করার পর আপনি উচ্চ বেতনের চাকরি পেতে পারেন বিভিন্ন বড় বড় সংস্থাগুলিতে। এর মধ্যে উল্লেখযোগ্য হল Google, Microsoft, TCS, Mahindra, Reliance, HDFC Finance ইত্যাদি।

তাই যদি আপনি প্রযুক্তিতে আগ্রহী হন এবং ভবিষ্যতের জন্য নিজের কেরিয়ারকে গড়তে চান, তাহলে এখনই AI শেখার সিদ্ধান্ত নিন। এটি শুধু আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে না, বরং মোটা অঙ্কের বেতন সহ দেবে প্রচুর কর্মসংস্থান।

Scroll to Top