AIC Recruitment 2025: বেত ৬০ হাজার, সরকারি কৃষি বীমা সংস্থায় চাকরির সুবর্ণ সুযোগ, জারি নিয়োগের বিজ্ঞপ্তি | AIC Recruitment 2025 See Online Application Process
পার্থ সারথি মান্না, কলকাতাঃ স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করা পরেই অনেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি শুরু করেন। তাছাড়া অনেকেই কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান। এবার সমস্ত চাকরিপ্রার্থীদের সুখবর দিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। সরকারি এক ভারতীয় কৃষি বীমা কোম্পানিতে লোক নেওয়া হবে। এই নিয়োগের সম্পর্কে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
যে সমস্ত প্রার্থীরা সরকারি চাকরির খোঁজের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুবর্ন সুযোগ। কৃষি বীমা সংক্রান্ত একটি কোম্পানিতে বেশ কিছু শূন্যপদ লোক নেওয়া হবে। কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করতে হবে? সবটাই বিস্তারিত জানানো হল আজকের প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৫৫ টি পদের জন্য লোক নেওয়া হবে। যার মধ্যে ৩০ জন ম্যানেজমেন্ট ট্রেনি জেনারেলিস্ট, ২০ জন ম্যানেজমেন্ট ট্রেনি আইটি ও ম্যানেজমেন্ট ট্রেনি (Actuarial) পদে ৫ জনকে নেওয়া হবে। আপনি যে পদের জন্য ইচ্ছুক সেই পদের জন্য আবেদন করতে পারেন। এর মধ্যে ১৯টি পদ OBC, ৯টি পদ SC, ৫টি পদ ST, ৬ টি পদ EWS প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে আর ১৬ টি পদের জন্য জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবে।
যে সমস্ত প্রার্থীরা সিলেক্টেড হবেন তাদের প্রতিমাসে ৬০,০০০ টাকা দেওয়া হবে মেইন হিসাবে। পরবর্তীকালে ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে গেলে ৫০,৯২৫ টাকা বেসিক পে হিসাবে বেতন দেওয়া হবে।
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা হবে। যদি ম্যানেজমেন্ট ট্রেনে জেনারেলিস্ট পদের জন্য আবেদন করতে চান তাহলে যেকোনো শাখায় স্নাতক হতে হবে। একইসাথে স্নাতক স্তরে নূন্যতম ৬০% নাম্বার পেয়ে পাশ করে থাকতে হবে। অবশ্য সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। তবে স্পেশালিস্ট পদগুলির জন্য আরও একাধিক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। সেটা বিশদে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে।
নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে নূন্যতম ২১ বছর ও সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। এই বয়সের হিসাব ১লা ডিসেম্বর ২০২৪ তারিখের হিসাবে করা হবে। তবে এক্ষেত্রে SC, ST, OBC ও EWS প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
এই নিয়োগের জন্য আবেদন করার পর একটি লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ পাশ করে তবেই ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে স্টেপ বাই স্টেপ পদ্ধতি জানানো হলঃ
সাধারণ প্রার্থীরদের আবেদনের জন্য ১০০০ টাকা ফি দিতে হবে। তবে SC, ST, PwBD প্রার্থীদের জন্য আবেদন ফি মাত্র ২০০ টাকা।
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে সেগুলি হলঃ
গত ৩০শে জানুয়ারি থেকে এই পদগুলিতে আবেদন শুরু হয়েছে। যেটা আগমনী ২০ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক : Official Link
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.