লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

AIC Recruitment 2025: বেত ৬০ হাজার, সরকারি কৃষি বীমা সংস্থায় চাকরির সুবর্ণ সুযোগ, জারি নিয়োগের বিজ্ঞপ্তি | AIC Recruitment 2025 See Online Application Process

Updated on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করা পরেই অনেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি শুরু করেন। তাছাড়া অনেকেই কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান। এবার সমস্ত চাকরিপ্রার্থীদের সুখবর দিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। সরকারি এক ভারতীয় কৃষি বীমা কোম্পানিতে লোক নেওয়া হবে। এই নিয়োগের সম্পর্কে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

এগ্রিকালচার ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি জারি | Agriculture Insurance Company of India Limited Recruitment

যে সমস্ত প্রার্থীরা সরকারি চাকরির খোঁজের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুবর্ন সুযোগ। কৃষি বীমা সংক্রান্ত একটি কোম্পানিতে বেশ কিছু শূন্যপদ লোক নেওয়া হবে। কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করতে হবে? সবটাই বিস্তারিত জানানো হল আজকের প্রতিবেদনে।

শূন্যপদের বিবরণ ও সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৫৫ টি পদের জন্য লোক নেওয়া হবে। যার মধ্যে ৩০ জন ম্যানেজমেন্ট ট্রেনি জেনারেলিস্ট, ২০ জন ম্যানেজমেন্ট ট্রেনি আইটি ও ম্যানেজমেন্ট ট্রেনি (Actuarial) পদে ৫ জনকে নেওয়া হবে। আপনি যে পদের জন্য ইচ্ছুক সেই পদের জন্য আবেদন করতে পারেন। এর মধ্যে ১৯টি পদ OBC, ৯টি পদ SC, ৫টি পদ ST, ৬ টি পদ EWS প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে আর ১৬ টি পদের জন্য জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবে।

READ MORE:  RBI এবার ব্যাঙ্কের সুদের হার কমাচ্ছে, সেভিংস অ্যাকাউন্ট থেকে কাটা যাবে টাকা

বেতন

যে সমস্ত প্রার্থীরা সিলেক্টেড হবেন তাদের প্রতিমাসে ৬০,০০০ টাকা দেওয়া হবে মেইন হিসাবে। পরবর্তীকালে ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে গেলে ৫০,৯২৫ টাকা বেসিক পে হিসাবে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

আপনি যদি এই পদের জন্য  আবেদন করতে চান তাহলে পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা হবে। যদি ম্যানেজমেন্ট ট্রেনে জেনারেলিস্ট পদের জন্য আবেদন করতে চান তাহলে যেকোনো শাখায় স্নাতক হতে হবে। একইসাথে স্নাতক স্তরে নূন্যতম ৬০% নাম্বার পেয়ে পাশ করে থাকতে হবে। অবশ্য সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। তবে স্পেশালিস্ট পদগুলির জন্য আরও একাধিক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। সেটা বিশদে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে।

READ MORE:  CAG Report: Jio-কে বিলই দেয়নি BSNL! সরকারের ক্ষতি ১৭৫৭০০০০০০০ কোটি | BSNL Fails To Bill Mukesh Ambani's Reliance Jio

বয়সসীমা

নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে নূন্যতম ২১ বছর ও সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। এই বয়সের হিসাব ১লা ডিসেম্বর ২০২৪ তারিখের হিসাবে করা হবে। তবে এক্ষেত্রে SC, ST, OBC ও EWS প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

নিয়োগের পদ্ধতি

এই নিয়োগের জন্য আবেদন করার পর একটি লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ পাশ করে তবেই ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।

আবেদনের পদ্ধতি

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে স্টেপ বাই স্টেপ পদ্ধতি জানানো হলঃ

  • প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে যাওয়ার পর কেরিয়ার সেকশনে চলে যান।
  • এবার ‘Recruitment of 55 Management Trainees’ অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখানে দেওয়া নোটিফিকেশন ভালো করে দেখে নিতে হবে।
  • এরপর অনলাইন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে প্রথমে নাম, ইমেল, জন্ম তারিখ দিয়ে ইউজার আইডি বানাতে হবে। তারপর লগ ইন করতে হবে।
  • লগ ইন করার পর আবেদনের ফর্ম পূরণ করতে হবে সঠিক তথ্য দিয়ে। সবটা হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর সবটা শুরু থেকে চেকিং করে নিতে হবে।
  • এরপর আবেদনের ফি জমা দিলেই ফর্ম সাবমিট করার অপশন দেখা যাবে। সাবমিট করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।
READ MORE:  জেরক্স নিয়ে ঘোরার দিন শেষ, এবার Aadhaar App আনল সরকার! মিলবে একগুচ্ছ সুবিধা

আবেদনের ফি

সাধারণ প্রার্থীরদের আবেদনের জন্য ১০০০ টাকা ফি দিতে হবে। তবে SC, ST, PwBD প্রার্থীদের জন্য আবেদন ফি মাত্র ২০০ টাকা।

প্রয়োজনীয় ডকুমেন্ট

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে সেগুলি হলঃ

  • আধার কার্ড
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • শিক্ষাগত  যোগ্যতার শংসাপত্র
  • জাতিগত শংসাপত্র
  • কালার পাসপোর্ট সাইজ ছবি

আবেদনের শেষ তারিখ

গত ৩০শে জানুয়ারি থেকে এই পদগুলিতে আবেদন শুরু হয়েছে। যেটা আগমনী ২০ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক : Official Link

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.