Air Conditioner: ইনভার্টার নাকি নন-ইনভার্টার AC, বিদ্যুৎ বাঁচাতে কোনটা সেরা? কেনার সময় করবেন না ভুল | Inverter AC Vs Non Inverter AC
সৌভিক মুখার্জী, কলকাতা: গরম শুরু হতে না হতেই সূর্যের তেজ যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করেছে। এখন যেন হাড়ে হাড়ে টের পাচ্ছি, যে এসি (Air Conditioner) বা কুলার ছাড়া টিকে থাকা প্রায় দুষ্কর। কিন্তু শুধু ঠান্ডার কথা ভাবলেই তো আর হবে না, আমাদের মাথায় আরেকটি বড় চিন্তা থাকে- বিদ্যুতের বিল।
আবার অনেকের মনেই দুশ্চিন্তা আসে, ইনভার্টার এসি কিনব বা নন-ইনভার্টার এসি কিনব? তো চলুন এই দুই প্রযুক্তির এসির পার্থক্য একটু বুঝে নিই এবং আপনার জন্য কোনটি সেরা হতে পারে তা দেখে নিই।
আসলে এটি একটি ভুল ধারণা। অনেকেই ভাবেন, ইনভার্টার এসি মানে যে এসি বাড়ির ইনভার্টারে চলে। আসলে এমনটা নয়। ইনভার্টার এসি বলতে বোঝানো হয় এসির এমন একটি প্রযুক্তি, যা কম্প্রেসারের গতি নিয়ন্ত্রণ করে থাকে। আর এই নিয়ন্ত্রণই বিদ্যুতের বিলের পার্থক্য আনবে।
যদি এসি কিনতে যান তাহলে কেবল দাম দেখেই সিদ্ধান্ত নেবেন না। বরং খেয়াল করতে হবে কয়েকটি বিষয়। প্রথমত, এসিটির রেটিং কত? দ্বিতীয়ত, কত টন বা কতটা জায়গা ঠান্ডা করতে সক্ষম? তৃতীয়ত, বিদ্যুৎ খরচ কেমন হবে? চতুর্থত, আপনার ব্যবহারের ধারণা অনুযায়ী ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি, কোনটি উপযুক্ত? আর এই প্রশ্নগুলির উত্তর যদি আপনি জেনে থাকেন, তাহলে আপনার খরচ অনেকটাই কমবে।
ইনভার্টার এসির মূল বৈশিষ্ট্য হল এর কম্প্রেসার কখনো বন্ধ হয় না। বরং ঘর ঠান্ডা হয়ে গেলে এর গতি কমে যায়। আর এতে রুমের তাপমাত্রা একটানা ঠান্ডা থাকে। ফলে বারবার চালু হওয়া বা বন্ধ হওয়ার ঝামেলাও থাকে না। তাই বিদ্যুতের খরচে কমে। এক কথায় ইনভার্টার এসি আপনাকে দেবে একটানা আরাম, তাও আবার সাশ্রয়ী খরচে।
নন ইনভার্টার এসি একদম ফুল দমে চলবে। এটি রুম ঠান্ডা হলেই পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর ঠান্ডা কমে গেলে আবার চালু হয়ে যায় ফুল স্পিডে। আর এই বারবার চালু-বন্ধ হওয়ার প্রক্রিয়ায় বিদ্যুতের খরচ অনেকটাই বাড়ে। শুধু তাই নয়, এর ফলে রুমের তাপমাত্রাও ওঠানামা করে।
যদি আপনার মাথায় বিদ্যুৎ সাশ্রয়ের কথা আসে, তাহলে ইনভার্টার এসি নিঃসন্দেহে আপনার জন্য সেরা বিকল্প। এটি লং টার্ম ব্যবহার করলে খরচ অনেকটাই কমে। পাশাপাশি ঠান্ডার ধারাবাহিকতা বজায় রাখতে চাইলে ইনভার্টার এসি একটানা ঠান্ডা বজায় রাখে। তবে দীর্ঘমেয়াদি লাভের দিক থেকে যদিও ইনভার্টার এসির দাম একটু বেশি, কিন্তু বিদ্যুৎ বিল এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স একে অনেকটাই লাভজনক করে তোলে।
তাই ভ্যাঁপসা গরমের দিনে অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। শুধুমাত্র ঠান্ডা নয়, বরং খরচের দিকটাও সামলাতে হবে। ইনভার্টার এসি হয়তো একটু বেশি দামে আসে। কিন্তু দীর্ঘমেয়াদে তা আপনার পকেটের খরচ অনেকটাই বাঁচাবে। আর নন-ইনভার্টার এসি একটু কম দামে পেলেও বিদ্যুতের বিলের অঙ্ক দেখলে চোখ কপালে উঠবে।
সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। বাংলায় আরও এক নতুন রুট চালু…
২০২৫-এর ১লা মে থেকেই বদলে যাচ্ছে ভারতের টোল আদায়ের পদ্ধতি। FASTag এর জায়গায় এবার আসছে…
রিয়েলমি ২০২৩ সালের নভেম্বরে চীনে শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন GT 7 Pro লঞ্চ করে। এই মডেলটি…
প্রীতি পোদ্দার, কলকাতা: একাধিক দুর্নীতির অভিযোগে গত ৩ এপ্রিল এসএসসি (SSC) মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে…
বাজারে এখন কম বাজেটের মধ্যে উন্নত ফিচারের ফোন পাওয়া অসম্ভব বলেই মনে হয়। তবে itel…
ভারতের কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ডিজিটাল করতে কেন্দ্রীয় সরকার প্যান (PAN) এবং আধার (Aadhaar)…
This website uses cookies.