Air Cooler: ৫ হাজার টাকার কমে সেরা ৫টি এয়ারকুলার, কাজ করবে একদম AC-র মতই | 5 Best Air Cooler Under 5000
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শীতের লগ্ন প্রায় শেষ। গরমের দাপট ক্রমশ বাড়ছে। আর এরই মাঝে ঘর ঠান্ডা রাখার প্রয়োজনীয়তা বাড়ছে। তবে সবার জন্য তো AC কেনা সম্ভব হয় না। কিন্তু চিন্তার কারণ নেই। বাজারে এমন অনেক এয়ারকুলার হয়েছে যেগুলি কম দামে ঘর কুলিং করতে পারে। যদি আপনার বাজেট খুব কম হয় এবং আপনি একটি ভালো এয়ারকুলার কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। হ্যাঁ, এখানে আমরা নিয়ে এসেছি সেরা ৫টি বাজেট ফ্রেন্ডলি এয়ারকুলার, যেগুলি মাত্র ৫০০০/- টাকার কম দামে পাওয়া যাচ্ছে এবং গরমের সময়ে পুরো এসির মত আরাম দেবে।
বাজাজের এই এয়ারকুলারটি তাদের জন্য সেরা বিকল্প, যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য ছোট, কিন্তু কার্যকরী একটি কুলার কিনতে চান। এটিতে ২৪ লিটার জল ধরনের ক্ষমতা রয়েছে, যা দীর্ঘক্ষণ ঠান্ডা বাতাস প্রদান করে। এর Honeycomb pads বাতাসকে আরও ঠান্ডা করে এবং এতে ব্যবহৃত টার্বো ফ্যান সমানভাবে শীতল বাতাস ছড়িয়ে দেয়। কম বিদ্যুৎ খরচ হওয়ায় এটি ঘর এবং অফিসের জন্য আদর্শ বিকল্প। জানলে অবাক হবেন, এই কুলারটি ফ্লিপকার্টে মাত্র ৪৯৮৯/- টাকায় পাওয়া যাচ্ছে।
যারা মাঝারি আকারের ঘর বা অফিসের জন্য ভালো মানের একটি কুলার খুঁজছেন, তাদের জন্য সিম্ফনির এই কুলারটি সেরা বিকল্প হতে পারে। এটির জলধারণ ক্ষমতা ২৭ লিটার, যা দীর্ঘক্ষণ ঘর কুলিং রাখে। এতে ডুরা পাম্প প্রযুক্তি যুক্ত রয়েছে, যা দীর্ঘস্থায়ী কার্যকরিতা নিশ্চিত করে এবং ঠান্ডা বাতাস ছড়িয়ে দেয়। এর হাইস্পিড কুলিং সিস্টেম ঘরকে খুব দ্রুত ঠান্ডা করে। এটি অ্যামাজনে মাত্র ৫৪৯৯/- টাকায় পাওয়া যাচ্ছে।
যদি আপনার রুম খুব ছোট হয় বা রান্নাঘর বা ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি কুলার কিনতে চান তাহলে ক্রমটনের এই মডেলটি হতে পারে সেটা বিকল্প। মাত্র ১০ লিটার ক্যাপাসিটি হওয়ায় এটি ছোট জায়গায় ব্যবহারের জন্য উপযোগী একটি কুলার। শুধু তাই নয়, এটি সহজে বহন করা যায়। এতে রয়েছে হাইস্পিড ব্লোয়ার, যা দ্রুত শীতল বাতাস ছড়িয়ে দেয়। বিশেষভাবে এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল ট্যাংক জলে কোনরকম ব্যাকটেরিয়া জন্মতা দেয় না। এই কুলারটি অ্যামাজনে মাত্র ৩৮৪০/- টাকায় পাওয়া যাচ্ছে।
বেডরুম, অফিস বা মাঝারি আকারের ঘরের জন্য যারা ভালো কুলার খুঁজছেন তাদের জন্য হতে পারে এটি সেরা বিকল্প। এই কুলারটি ১৯ লিটার জলধারণ ক্ষমতাসম্পন্ন একটি কুলার। এর 4-way air deflection সিস্টেম বাতাসকে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেয় এবং খুব দ্রুত ঘরকে ঠান্ডা করে দেয়। এই কুলারটি শক্তিশালী এয়ার ফ্লো তৈরি করতে পারে। ফ্লিপকার্টে এই কুলারটি মাত্র ৪৯৯৯/- টাকায় পাওয়া যাচ্ছে।
স্বল্প জায়গার জন্য যদি একটি কম্প্যাক্ট এবং কার্যকরী কুলার চান, তাহলে ওরিয়েন্ট ইলেকট্রিকের এই মডেলটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। এই কুলারটির ক্যাপাসিটি মাত্র ১৬ লিটার। এই কুলারটি ব্যক্তিগত ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে। এর বৈশিষ্ট্য হল এতে ডাস্ট ফিল্টার ও অটো-ফিল ফিচার রয়েছে, যা জল ভরার ঝামেলা কমিয়ে দেয় এবং বাতাসকে ধুলো মুক্ত রাখে। ফ্লিপকার্টে মাত্র ৪৬০০/- টাকায় এই কুলারটি পাওয়া যাচ্ছে।
তাই ৫০০০/- টাকার মধ্যে আপনি যদি ভালো মানের এয়ারকুলার খুঁজে থাকেন তাহলে উপরের বিকল্পগুলি হতে পারে আপনার জন্য সেরা। এই কুলারগুলি কম দামে কার্যকরভাবে গরমের হাত থেকে রেহাই দেবে। তাই এখনই উপযুক্ত মডেলটি কিনে ফেলুন।
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে নোকিয়া ফোন নির্মাতা HMD। সংস্থাটি ঘোষণা করেছে যে…
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও সম্প্রতি এক নতুন দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য খুশির হওয়া। এতদিন ধরে…
This website uses cookies.