Air India: ইকোনোমিতেও প্রায়ওরিটি চেক ইন, যাত্রীদের সুবিধার্থে নয়া সার্ভিস লঞ্চ করল Air India, খরচ কত? | Air India Launches ZipAhead Service
বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাত্রীদের সুখবর শোনালো Air India! টাটার মালিকানাধীন বিমান সংস্থাটি এবার যাত্রীদের জন্য একেবারে নতুন পরিষেবা নিয়ে হাজির হয়েছে। জানা যাচ্ছে, Air India-র এই নতুন পরিষেবাটির দৌলতে এখন থেকে আর বিমানবন্দরে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। কাউন্টার চেকিং থেকে শুরু করে লাগেজ কনফার্মেশন সবই হয়ে যাবে চোখের নিমিষে। হ্যাঁ, যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে টাটার মালিকানাধীন সংস্থাটি নতুন ‘ZipAhead’ পরিষেবা চালু করেছে।
Air India মূলত তাদের ইকোনমিক ক্লাসের যাত্রীদের জন্য এই নয়া পরিষেবা চালু করেছে। সংস্থাটি জানিয়েছে, এই নয়া পরিষেবার দৌলতে বিমানবন্দরে পৌঁছতেই চেক ইন কাউন্টার থেকে শুরু করে লাগেজ হ্যান্ডেলিং সবেতেই অগ্রাধিকার পাবেন ইকোনমি ক্লাসের যাত্রীরা। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, ভারতীয় বিমান সংস্থার এই নয়া উদ্যোগে এখন থেকে আর চেক ইন কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না যাত্রীদের। লাগেজ চেকিং পর্বও মিটে যাবে চোখের পলকে।
সম্প্রতি প্রকাশিত বেশ কিছু রিপোর্ট মারফত খবর, টাটার মালিকানাধীন বিমান সংস্থা Air India মূলত ভারতের 6টি মূল বিমানবন্দরে এই নয়া পরিষেবা চালু রেখেছে। রিপোর্ট বলছে, মূলত দিল্লি, মুম্বই, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরু বিমানবন্দরে Zip Ahead পরিষেবা চালু থাকবে।
সংস্থাটি জানিয়েছে, যাত্রীরা যদি এই সুবিধা নিতে চান সেক্ষেত্রে, ফ্লাইটের অন্তত 75 মিনিট আগে Air India-র এই নয়া পরিষেবাটি বুক করতে হবে। ভারতীয় বিমান সংস্থার এই সুবিধাটি পেতে হলে Air India-র অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা সংশ্লিষ্ট বিমানবন্দরের টিকিট অফিস থেকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে Zip Ahead পরিষেবাটি বুক করুন। এবার আসা যাক দামের প্রসঙ্গে। টাটার মালিকানাধীন বিমান সংস্থা Air India জানিয়েছে, যদি কোনও যাত্রী ফ্লাইটের 6 ঘন্টা আগে এই পরিষেবাটি বুকিং করেন সে ক্ষেত্রে খরচ পড়বে 699 টাকা। তবে 499 টাকাতেও এই পরিষেবা বুক করা যায়।
অবশ্যই পড়ুন: যমজ সন্তানের বাবা হতে চলেছেন প্রাক্তন KKR তারকা, দাদু হচ্ছেন বলিউড স্টার গোবিন্দা
সাধারণ ইকোনোমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ লাগলেও Air India-র মহারাজা ক্লাব লয়্যালটি প্রোগ্রামের প্ল্যাটিনাম এবং গোল্ড সদস্যরা কোনও রকম অতিরিক্ত খরচ ছাড়াই একেবারে বিনামূল্যে এই পরিষেবাটি অ্যাভিল করতে পারবেন।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.