Air India: ইকোনোমিতেও প্রায়ওরিটি চেক ইন, যাত্রীদের সুবিধার্থে নয়া সার্ভিস লঞ্চ করল Air India, খরচ কত? | Air India Launches ZipAhead Service

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাত্রীদের সুখবর শোনালো Air India! টাটার মালিকানাধীন বিমান সংস্থাটি এবার যাত্রীদের জন্য একেবারে নতুন পরিষেবা নিয়ে হাজির হয়েছে। জানা যাচ্ছে, Air India-র এই নতুন পরিষেবাটির দৌলতে এখন থেকে আর বিমানবন্দরে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। কাউন্টার চেকিং থেকে শুরু করে লাগেজ কনফার্মেশন সবই হয়ে যাবে চোখের নিমিষে। হ্যাঁ, যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে টাটার মালিকানাধীন সংস্থাটি নতুন ‘ZipAhead’ পরিষেবা চালু করেছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

‘Zip Ahead’ পরিষেবার সুবিধা

Air India মূলত তাদের ইকোনমিক ক্লাসের যাত্রীদের জন্য এই নয়া পরিষেবা চালু করেছে। সংস্থাটি জানিয়েছে, এই নয়া পরিষেবার দৌলতে বিমানবন্দরে পৌঁছতেই চেক ইন কাউন্টার থেকে শুরু করে লাগেজ হ্যান্ডেলিং সবেতেই অগ্রাধিকার পাবেন ইকোনমি ক্লাসের যাত্রীরা। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, ভারতীয় বিমান সংস্থার এই নয়া উদ্যোগে এখন থেকে আর চেক ইন কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না যাত্রীদের। লাগেজ চেকিং পর্বও মিটে যাবে চোখের পলকে।

READ MORE:  সাইকেলে করে খাবার বিক্রি করে আজ ১০০০০০০০০০ কোটির ব্যবসা! চেনেন সীতারামকে?

ভারতের কোন কোন বিমানবন্দরে এই পরিষেবা রেখেছে Air India?

সম্প্রতি প্রকাশিত বেশ কিছু রিপোর্ট মারফত খবর, টাটার মালিকানাধীন বিমান সংস্থা Air India মূলত ভারতের 6টি মূল বিমানবন্দরে এই নয়া পরিষেবা চালু রেখেছে। রিপোর্ট বলছে, মূলত দিল্লি, মুম্বই, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরু বিমানবন্দরে Zip Ahead পরিষেবা চালু থাকবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

পরিষেবাটি পেতে খরচ হবে কত?

সংস্থাটি জানিয়েছে, যাত্রীরা যদি এই সুবিধা নিতে চান সেক্ষেত্রে, ফ্লাইটের অন্তত 75 মিনিট আগে Air India-র এই নয়া পরিষেবাটি বুক করতে হবে। ভারতীয় বিমান সংস্থার এই সুবিধাটি পেতে হলে Air India-র অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা সংশ্লিষ্ট বিমানবন্দরের টিকিট অফিস থেকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে Zip Ahead পরিষেবাটি বুক করুন। এবার আসা যাক দামের প্রসঙ্গে। টাটার মালিকানাধীন বিমান সংস্থা Air India জানিয়েছে, যদি কোনও যাত্রী ফ্লাইটের 6 ঘন্টা আগে এই পরিষেবাটি বুকিং করেন সে ক্ষেত্রে খরচ পড়বে 699 টাকা। তবে 499 টাকাতেও এই পরিষেবা বুক করা যায়।

READ MORE:  Airtel নিয়ে আসলো ৯০ দিনের একটি ধামাকাদার রিচার্জ প্ল্যান! Jio, Vi এখন চিন্তায় পড়ে গেছে

অবশ্যই পড়ুন: যমজ সন্তানের বাবা হতে চলেছেন প্রাক্তন KKR তারকা, দাদু হচ্ছেন বলিউড স্টার গোবিন্দা

সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এই পরিষেবা!

সাধারণ ইকোনোমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ লাগলেও Air India-র মহারাজা ক্লাব লয়্যালটি প্রোগ্রামের প্ল্যাটিনাম এবং গোল্ড সদস্যরা কোনও রকম অতিরিক্ত খরচ ছাড়াই একেবারে বিনামূল্যে এই পরিষেবাটি অ্যাভিল করতে পারবেন।

READ MORE:  উচ্চশিক্ষার জন্য টাকার চিন্তা? SBI আনল ১০০% ফাইন্যান্সড শিক্ষাঋণ, জানুন আবেদন প্রক্রিয়া
Scroll to Top