Air Taxi Kolkata: ভাড়া অটো রিক্সার মতো, এবার কলকাতা শহরে উড়বে Air Taxi, কবে শুরু পরিষেবা? | Sarla Aviation Air Taxi
সহেলি মিত্র, কলকাতাঃ রোজকার যানজটের ফলে বিরক্ত? অফিস, কলেজ যেতে দেরি হয়ে যায়? তাহলে আর চিন্তা নেই, কারণ এবার এসে গেল এয়ার ট্যাক্সি। এর মাধ্যমে আপনি সহজেই উড়ে উড়ে নিজের গন্তব্যে যেতে পারবেন। তাও আবার খুব কম খরচে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই ট্যাক্সি। দেশের একটি বড় সংস্থা এই এয়ার ট্যাক্সির এক ঝলক সামনে এনেছে। আর এরপরেই চমকে গিয়েছেন সকলে। সবথেকে বড় কথা, সবকিছু ঠিকঠাক থাকলে ২০৩০ সাল বা তার আগেই কলকাতাতেও এই এয়ার ট্যাক্সিকে (Air Taxi Kolkata) চলতে দেখা যাবে। বলা ভালো ঊড়তে দেখা যাবে।
২০২৫ সালের শুরুতে দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপোতে অ্যারোস্পেস স্টার্টআপ সরলা এভিয়েশন তাদের এয়ার ট্যাক্সি বিশ্বের সামনে তুলে ধরে। এখন কোম্পানিটি শীঘ্রই দেশের কিছু বড় শহরে বিমান ট্যাক্সির বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে চলেছে। কোম্পানিটি প্রথমে বেঙ্গালুরুতে এবং তারপর অন্যান্য শহরে এটি চালু করবে। এই বিষয়ে কোম্পানির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা অ্যাড্রিয়ান শ্মিট বলেছেন যে এই পরিষেবাটি প্রথমে বেঙ্গালুরুতে শুরু করা হবে এবং কয়েক মাস পরে, মুম্বাই, কলকাতা এবং দিল্লিতেও বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি চালু করা হবে।
আদ্রিয়ান বলেন, “বেঙ্গালুরুতে চালু হওয়ার ৫ বছরের মধ্যে দেশের বাকি অংশে বিমান ট্যাক্সি পরিষেবা শুরু করার লক্ষ্য কোম্পানির।” সরলা এভিয়েশন ২০২৮ সালে দেশে তার পরিষেবা শুরু করার লক্ষ্য নিয়েছে। এই পরিকল্পনাটি যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত করার জন্য, কোম্পানিটি দ্রুত কাজ শুরু করছে।
বর্তমানে, কোম্পানিটি জিরোর প্রোটোটাইপ চালু করেছে এবং উৎপাদনের জন্য প্রস্তুত মডেলে পৌঁছানোর সাথে সাথে এতে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। কোম্পানিটি বলছে যে এই এয়ার ট্যাক্সিটি ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে হাওয়ায় উড়তে পারে। এটি আধুনিক ব্যাটারি প্রযুক্তির সাহায্যে ১৬০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু এটি ২৫-৩০ কিমি ভ্রমণের জন্য ব্যবহৃত হবে। শুধু তাই নয়, এতে ৬ জন যাত্রী এবং একজন চালক একসাথে বসতে পারবেন। এই এয়ার ট্যাক্সি সর্বোচ্চ ৬৮০ কেজি ওজন বহন করতে সক্ষম। ভাড়া সম্পর্কে এক সাক্ষাৎকারে সংস্থার এক কর্তা জানিয়েছেন, প্রথমে প্রিমিয়াম ক্যাবের ভাড়ায় এই ট্যাক্সিতে চড়া যাবে। পরে আরও কমবে ভাড়া।
সোশ্যাল মিডিয়া তারকা অঞ্জলি আরোরা সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে…
প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে দিন যেন ঘনিয়ে আসছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী বুধবার,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খান (Shah Rukh Khan) নাম দুটো একে…
সৌভিক মুখার্জী, কলকাতা: নয়া মাস মানেই নয়া নিয়ম। আর 2025 এর 1 মে থেকে একাধিক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের এ মরসুমের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)…
সৌভিক মুখার্জী, কলকাতা: পাক-আফগান সীমান্তে (Pakistan Afghanistan Border) ফের উত্তেজনা। সূত্রের খবর, রবিবার এক রক্তক্ষয়ী…
This website uses cookies.