লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Airtel আনল দুর্দান্ত পরিষেবা, ১০ মিনিটে পাবেন সিম ডেলিভারি

Published on:

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel তাদের গ্রাহকদের সুবিধার্থে নতুন একটি পরিষেবা চালু করেছে, যেখানে তারা ১০ মিনিটের মধ্যে সিম কার্ড ডেলিভারি দেবে। এই পরিষেবাটি এয়ারটেল, Blinkit নামক কুইক কমার্স প্ল্যাটফর্মের সাথে হাত মিলিয়ে করেছে। ফলে গ্রাহকরা আরও দ্রুত এবং সহজভাবে সিম কিনতে পারবেন। বর্তমানে, এই পরিষেবা ১৬টি শহরে চালু হয়েছে, এবং শীঘ্রই অন্যান্য শহরেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

READ MORE:  Airtel গ্রাহকদের জন্য বড় স্বস্তি, ২০ টাকায় সিম সচল থাকবে ১০৫ দিন

১০ মিনিটে সিম ডেলিভারি দেবে Airtel

এয়ারটেলের এই নতুন পরিষেবা শুরুতে দিল্লি, গুরগাঁও, ফারিদাবাদ, সোনিপত, আহমেদাবাদ, সুরত, চেন্নাই, ভোপাল, ইন্দোর, বেঙ্গালুরু, মুম্বই, পুনে, লখনৌ, জয়পুর, কলকাতা এবং হায়দ্রাবাদ সহ ১৬টি শহরে উপলব্ধ। গ্রাহকরা ব্লিঙ্কিট অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সিম অর্ডার করতে পারবেন এবং ১০ মিনিটের মধ্যে তাদের নতুন সিম বাড়িতে পৌঁছে যাবে। সিম কার্ড পেতে গ্রাহকদের ৪৯ টাকা খরচ করতে হবে।

READ MORE:  রিচার্জ না করলেও ৯০ দিন সিম চালু থাকবে? সত্যি সামনে আনল ট্রাই

এয়ারটেলের প্রিপেড ও পোস্টপেড সিম কেনা যাবে

এয়ারটেল তাদের গ্রাহকদের পোস্টপেড বা প্রিপেড উভয় ধরনের সিম নির্বাচন করার সুযোগ দিচ্ছে। এছাড়া, যারা অন্য কোম্পানির নেটওয়ার্ক থেকে এয়ারটেল নেটওয়ার্কে পোর্ট করতে চান, তারা এমএনপি (মোবাইল নেটওয়ার্ক পোর্টাবিলিটি) পরিষেবা গ্রহণ করতে পারবেন। সিম ডেলিভারির পর, গ্রাহকদের আধার-ভিত্তিক KYC প্রক্রিয়া সম্পন্ন করে সিম চালু করতে হবে।

READ MORE:  Airtel DTH Plan: এক রিচার্জে মোবাইল ও টিভি পরিষেবা, Airtel গ্রাহকদের জন্য লঞ্চ হল দুর্দান্ত প্রিপেড প্ল্যান | Airtel Launches Rs 448 Prepaid Plan

নতুন সিম কার্ড ডেলিভারি হওয়ার পর, গ্রাহকদের ১৫ দিনের মধ্যে তা চালু করতে হবে। সিম সম্পর্কিত যেকোনো সাহায্যের জন্য গ্রাহকরা এয়ারটেল গ্রাহক সেবা নম্বর 9810012345-এ কল করতে পারবেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.