Airtel এর পাঁচ পয়সা উসুল প্ল্যান, ৫০ টাকার কমে যতখুশি ইন্টারনেট ডেটা

মোবাইল ফোন রিচার্জ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। তবে টেলিকম সংস্থাগুলি এখনও সস্তায় দুর্দান্ত কিছু ডেটা ভাউচার প্যাক অফার করে। আজ আমরা আপনাকে ৫০ টাকারও কম দামের পাঁচটি এয়ারটেল প্ল্যান সম্পর্কে বলবো। এগুলির সবকটিই ডেটা ভাউচার, অর্থাৎ এদের মাধ্যমে সিমের বৈধতা বাড়ানো যাবে না। এই প্ল্যানগুলি রিচার্জ করার জন্য সক্রিয় কোনো প্ল্যান থাকতে হবে।

এয়ারটেল ১১ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ১ ঘন্টা। এখানে গ্রাহকরা আনলিমিটেড ডেটা পাবেন। তবে ১০ জিবি ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি নেমে আসবে ৬৪ কেবিপিএসে।

READ MORE:  Jio-র থেকে সস্তা, Airtel আনল নতুন ভয়েস অনলি রিচার্জ, একবার রিচার্জ করলে সারা বছর টেনশন ফ্রি

এয়ারটেল ২২ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি পুরো ১ দিন। এই প্ল্যানে গ্রাহকরা পুরো দিনের জন্য ১ জিবি ডেটা পাবেন। এই ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবি ৫০ পয়সা হারে চার্জ করা হবে।

এয়ারটেল ২৬ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটিও পুরো ১ দিন। এখানে গ্রাহকরা পুরো দিনের জন্য ১.৫ জিবি ডেটা পাবেন। এই ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবি ৫০ পয়সা হারে চার্জ নেওয়া হবে।

READ MORE:  জোরকদমে প্রস্তুতি, দ্রুত BSNL 5G চালু করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র | BSNL 5G Launching Soon

এয়ারটেল ৩৩ টাকার ডেটা ভাউচার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটিও পুরো ১ দিন। এই প্ল্যানে গ্রাহকরা পুরো দিনের জন্য ২ জিবি ডেটা পাবেন। এই ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবি ৫০ পয়সা হারে চার্জ প্রযোজ্য হবে।

৪৯ টাকার এয়ারটেল ডেটা প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটিও পুরো ১ দিন। এখানে গ্রাহকরা সারাদিনের জন্য আনলিমিটেড ডেটা পাবেন। তবে ২০ জিবি ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি নেমে আসবে ৬৪ কেবিপিএসে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  খেল দেখাচ্ছে Airtel! সস্তায় মিলবে ৮৪ দিনের বৈধতা, বাছুন আপনার সেরা প্ল্যান

Scroll to Top