Airtel এর সেরা রিচার্জ প্ল্যান, দিনে ১০ টাকা খরচে ফ্রি আনলিমিটেড কল ও প্রতিদিন ২ জিবি ডেটা

এই মুহূর্তে, এয়ারটেলের ঝুলিতে ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ তিনটি প্ল্যান রয়েছে। এর মধ্যে একটি প্ল্যান আছে, যেখানে শুধু ভয়েস কল পাওয়া যাবে, কোনও ডেটা নেই। আরও একটি প্ল্যান রয়েছে, যেখানে ১২ মাস মেয়াদের পাশাপাশি আনলিমিটেড কল এবং ডেটার সুবিধা পাবেন। আপনার যদি এয়ারটেল সিম থাকে, তাহলে ঘন ঘন রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে এটি বিবেচনা করতে পারেন। বর্তমানে, দেশে ৩৮ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে এয়ারটেলের। চিরপ্রতিপক্ষ জিও’কে টক্কর দিতে এই প্ল্যানটি এনেছে এয়ারটেল।

READ MORE:  জমবে IPL ও চ্যাম্পিয়ন্স ট্রফি, নতুন ১৯৫ টাকার রিচার্জে JioHotstar একদম ফ্রি!

Airtel এর ৩৬৫ দিনের প্ল্যান

৩,৫৯৯ টাকার এয়ারটেলের এই প্ল্যানে ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। গ্রাহকরা যেকোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন এবং এই প্ল্যানে বিনামূল্যে জাতীয় রোমিংও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, এই রিচার্জ প্যাকেজে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা এবং ১০০টি এসএমএস রয়েছে।

এয়ারটেলের এই প্ল্যানটি বিশেষভাবে আকর্ষণীয় কারণ, এতে ৫জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ডেটা রয়েছে। এছাড়াও, গ্রাহকরা এয়ারটেলের বিনামূল্যে পরিষেবাগুলি উপভোগ করতে পারবেন। এই প্ল্যানটি ছাড়াও, এয়ারটেলের আরও একটি ৩,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান রয়েছে, যার মেয়াদ ৩৬৫ দিন। আরও একটি ভালো সুবিধা হল, এতে JioHotstar-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

READ MORE:  Airtel JioHotstar Plans: জিও হটস্টার বিনামূল্যে দেখুন, এয়ারটেলের সেরা চার প্রিপেইড রিচার্জ প্ল্যান | Free JioHotstar Subscription

তবে আপনি যদি ৩,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান নেন, সেক্ষেত্রে আপনি গোটা ভারতে যেকোনও নম্বরে আনলিমিটেড কলিং, বিনামূল্যে জাতীয় রোমিং এবং দৈনিক ২.৫ জিবি পর্যন্ত ডেটা এবং ১০০টি বিনামূল্যে এসএমএস’র সুবিধা উপভোগ করতে পারবেন। ৩,৫৯৯ টাকার প্ল্যানের মতো, Airtel এর এই প্রিপেইড প্ল্যানেও ৫জি স্মার্টফোন ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

READ MORE:  Recharge Plan: নির্ঝঞ্ঝাট এক বছর চলবে SIM! কোটি গ্রাহকদের সুখবর শোনাল Airtel | Bharti Airtel One Year Plan

Scroll to Top