Airtel এর স্পেশাল প্ল্যান, এক রিচার্জে দুমাস ধরে আনলিমিটেড কল ও রোজ ১.৫ জিবি ইন্টারনেট | Airtel Special 60 Days Prepaid Plan
প্রতি মাসে রিচার্জ করতে করতে ক্লান্ত? তাহলে প্রতিবেদনটি আপনার জন্য। এখানে এমন একটি বিশেষ প্ল্যান সম্পর্কে আমরা বলবো, যা পুরো ৬০ দিনের ভ্যালিডিটি অফার করে। আর এই বিশেষ প্ল্যানটি Airtel ব্যবহারকারীদের জন্য। এখানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং বিনামূল্যে বেশ কয়েকটি সাবস্ক্রিপশন পাওয়া যায়। আর Airtel এর স্পেশাল এই প্ল্যানের দাম ৬১৯ টাকা।
এয়ারটেলের ৬১৯ প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টি এসএমএস এবং রোজ ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৬০ দিন। এখানে অতিরিক্ত সুবিধার মধ্যে আছে এয়ারটেল এক্সস্ট্রিম প্লের সাবস্ক্রিপশন। এই প্ল্যানে মোট ৯০ জিবি ডেটা পাওয়া যাবে। আর এর দৈনিক খরচ ১০।
আগেই বলেছি এই প্ল্যানে এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে, যা সোনিলিভ এবং অন্যান্য বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে দেবে। এক্সস্ট্রিম প্লে-র মাধ্যমে গ্রাহকরা প্রিয় টিভি শো এবং সিনেমা দেখতে পাবেন।
এছাড়াও এখানে এয়ারটেল থ্যাঙ্কস বেনিফিট পাওয়া যাবে, যেমন অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং বিনামূল্যে হ্যালোটিউনস ইত্যাদি। তবে মনে রাখবেন এখানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাওয়া যাবে।
এয়ারটেল ৩ টাকা বেশি নিয়ে ৬৪৯ টাকার একটি প্ল্যান রিচার্জ করার সুবিধা দেয়, যেখানে ৫৬ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ টি এসএমএস এবং এক্সস্ট্রিম প্লের মোবাইল সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.