Airtel DTH Plan: এক রিচার্জে মোবাইল ও টিভি পরিষেবা, Airtel গ্রাহকদের জন্য লঞ্চ হল দুর্দান্ত প্রিপেড প্ল্যান | Airtel Launches Rs 448 Prepaid Plan
এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। সম্প্রতি সংস্থাটি তাদের গ্রাহকদের জন্য একটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে, যেখানে এক রিচার্জে মোবাইল এবং ডিটিএইচ (ডিজিটাল টিভি) পরিষেবা পাওয়া যাবে। মোবাইল + ডিটিএইচ প্ল্যান নামে এই পরিচিত এই প্যাকটি আপাতত আসামের এয়ারটেল গ্রাহকদের জন্য ৪৪৮ টাকায় আনা হয়েছে। এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হয়।
এয়ারটেলের ৪৪৮ টাকার নতুন প্রিপেড প্ল্যানটি ২৮ দিনের ভ্যালিডিটি অফার করবে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০টি এসএমএস এবং প্রতিদিন ২.৫ জিবি ডেটা সহ আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। অর্থাৎ এখানে গ্রাহকরা মোট ৭০ জিবি ডেটা পাবেন। উল্লেখ্য, এটি ৪জি ডেটা, এবং দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে ৬৪ কেবিপিএস হবে। তবে এখানে আনলিমিটেড ৫জি ডেটাও পাওয়া যাবে।
এয়ারটেলের এই প্ল্যানে অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত আছে। যেমন এয়ারটেল ডিজিটাল টিভি সাবস্ক্রিপশন পাওয়া যাবে, যেখানে গ্রাহকরা ২৮ দিনের জন্য ২৫০ টিরও বেশি টিভি চ্যানেল দেখার অনুমতি পাবে। আবার বিনামূল্যে কনটেন্ট দেখার জন্য এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের অ্যাক্সেস, অ্যাপোলো ২৪/৭ সার্কেলের তিন মাসের মেম্বারশিপ এবং ফ্রি হ্যালো টিউনস উপভোগ করা যাবে।
দাম এবং ভ্যালিডিটি হিসাবে করলে Airtel এর এই প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন প্রায় ১৬ টাকা খরচ হয়। এর অর্থ আসামের এয়ারটেল গ্রাহকরা এই প্রিপেড প্ল্যানের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১৬ টাকা ব্যয়ে মোবাইল এবং ডিটিএইচ উভয় পরিষেবা উপভোগ করতে পারবেন।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ কলকাতা থেকে কাশ্মীর যেতে মাত্র ২ ঘণ্টা সময় লাগবে! কেমন হবে? অবিশ্বাস্য…
বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে বিনিয়োগ তো সবাই করতে চায়, কিন্তু সবাই সঠিক পথ বা সঠিক…
বর্তমানে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বাজারে নতুন সংযোজন “জালিও লিটল গ্রেসি”, যা…
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চের গরমে কার্যত কালঘাম ছুটে যাচ্ছে দেশবাসীর। কেউ হয়তো কল্পনাও করতে পারেননি…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফাল্গুন গড়িয়ে চৈত্র সবে শুরু হয়েছে। আর মাসের শুরুতেই তীব্র দাবদাহে (Heat…
This website uses cookies.