লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Airtel IPTV: ফ্রিতে ৩৫০ TV চ্যানেল সহ Netflix, Amazon! ২০০০ শহরে IPTV সার্ভিস শুরু করল Airtel | Bharti Airtel IPTV Service

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে ডিজিটাল বিনোদনের দুনিয়াকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে এবার Airtel বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল। দেশের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল দেশের 2000টি শহরে লঞ্চ করলো ইন্টারনেট প্রোটোকল টেলিকম পরিষেবা (Airtel IPTV)। এবার থেকে এয়ারটেলের নির্দিষ্ট ব্রডব্যান্ড প্ল্যানে 350টির বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে। পাশাপাশি 29টি জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও ফ্রিতে মিলবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এয়ারটেলের এই নতুন পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা 40Mbps থেকে 1Gbps পর্যন্ত ইন্টারনেট স্পিড পাবে। যার ফলে স্ট্রিমিং বলুন বা গেমিং, সব চলবে সুপারফাস্ট স্পিডে। এক্ষেত্রে বলে রাখি, BSNL ইতিমধ্যেই তাদের ফাইবার ব্রডব্যান্ড ভিত্তিক IPTV পরিষেবা লঞ্চ করে ফেলেছে। এবার এয়ারটেল সেই পথে পা বাড়ালো।

IPTV পরিষেবায় কী কী সুবিধা মিলবে?

বেশ কিছু টেলিকম সংস্থার রিপোর্ট অনুযায়ী, এয়ারটেলের নতুন IPTV ব্রডব্যান্ড প্ল্যানগুলির দাম রেগুলার ব্রডব্যান্ড প্ল্যানের থেকে 200 টাকা বেশি হলেও মিলছে অতিরিক্ত সব সুবিধা। প্রথমত, এখানে 350টির বেশি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস পাওয়া যাবে। দ্বিতীয়ত, 26 থেকে 29টি জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ফ্রিতে মিলবে। তৃতীয়ত, ৪০Mbps থেকে ১Gbps পর্যন্ত সুপারফাস্ট ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। এছাড়া নতুন গ্রাহকদের জন্য 30 দিনের ফ্রি ট্রায়াল দেওয়া হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এয়ারটেল IPTV ব্রডব্যান্ড প্ল্যানের তালিকা

এয়ারটেল তাদের IPTV ব্রডব্যান্ড পরিষেবার জন্য বেশ কিছু সাশ্রয়ী মূল্যের প্ল্যান লঞ্চ করেছে, যেগুলিতে মিলছে অতিরিক্ত সব সুবিধা। যেমন-

READ MORE:  Starlink Cost In India: Jio ও Airtel এর নতুন প্রতিদ্বন্দ্বী! ভারতে স্টারলিংকের দাম কত হবে দেখুন | Know How Much Pay For Starlink Internet

699 টাকার প্ল্যান- এই প্ল্যানে মিলছে 40Mbps ইন্টারনেট স্পিড, 26টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন এবং 350টি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস।

899 টাকার প্ল্যান- এই প্ল্যানে মিলছে 100Mbps ইন্টারনেট স্পিড, 26টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন এবং 350টি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস।

1099 টাকার প্ল্যান- এই প্ল্যানে মিলছে 200Mbps ইন্টারনেট স্পিড, 28টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন এবং 350টি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস, যার মধ্যে Apple TV ও Amazon Prime অন্তর্ভুক্ত থাকছে।

READ MORE:  Bangladesh Import: চাল-ডিমের পর জ্বালানি! ভারত থেকে ১.৩ লক্ষ মেট্রিক টন ডিজেল কিনবে বাংলাদেশ | Bangladesh wants to buy1.3 Metric Ton Diesel from India

1599 টাকার প্ল্যান- এই প্ল্যানে মিলছে 300Mbps ইন্টারনেট স্পিড, 29টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন এবং 350টি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস, যার মধ্যে Apple TV, Netflix ও Amazon Prime অন্তর্ভুক্ত থাকছে।

3999 টাকার প্ল্যান- এই প্ল্যানে মিলছে 1Gbps ইন্টারনেট স্পিড, 29টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন এবং 350টি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস, যার মধ্যে Apple TV, Netflix ও Amazon Prime অন্তর্ভুক্ত থাকছে।

READ MORE:  BSNL 90 Days Plan: জলের দামে ৯০ দিনের দুর্ধর্ষ প্ল্যান BSNL-র! ব্যবসা মন্দা হবে AIrtel, Jio-র | BSNL 439 Rupee Plan

কারা এই পরিষেবা পাবেন?

বেশ কিছু টেলিকম সংস্থা জানাচ্ছে, যে সমস্ত শহরে ইতিমধ্যেই এয়ারটেল ব্রডব্যান্ড পরিষেবা উপলব্ধ রয়েছে শুধুমাত্র সেখানেই এই নতুন IPTV পরিষেবা মিলবে। তবে নতুন সংযোগ নেওয়ার জন্য এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী কোন এয়ারটেল স্টোরে যোগাযোগ করতে হবে।

ভবিষ্যৎ সম্ভাবনা

বর্তমানে OTT প্ল্যাটফর্ম এবং অনলাইনে স্ট্রিমিং-এর চাহিদা দিনের পর দিন হু হু করে বাড়ছে। ব্যবহারকারীরা এখন আলাদা আলাদা প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে গিয়ে অনেক বেশি খরচ করে ফেলেন। তাই এয়ারটেল একটিমাত্র প্ল্যানে সবকিছু যুক্ত করে বিনোদনের অভিজ্ঞতাকে আরো উচ্চমাত্রায় নিয়ে যেতে চাইছে। বিশেষজ্ঞরা মনে করছে, এয়ারটেলের এই পদক্ষেপ ভারতীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট জগতে এক নতুন মাইলফলক স্পর্শ করবে এবং Jio ও BSNL-এর প্রতিযোগিতায় আরো নতুন মাত্রা যোগ করবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.