Airtel IPTV Plan: এক রিচার্জে ইন্টারনেট, ওটিটি সহ লাইভ টিভি পরিষেবা, এয়ারটেল লঞ্চ করল IPTV পরিষেবা | Airtel Launch IPTV Service Recharge Plan
BSNL-র পর Airtel নিয়ে এল IPTV পরিষেবা, একগুচ্ছ OTT, রিচার্জের দামও কম
ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন বা আইপিটিভি পরিষেবা চালু করল এয়ারটেল (Airtel)। দেশের ২০০০টি শহরে এই পরিষেবা শুরু করেছে টেলিকম কোম্পানি। এই আইপিটিভি (IPTV) রিচার্জের মাধ্যমে নেটফ্লিক্স, অ্যাপল টিভি+, অ্যামাজন প্রাইম, সনিলিভ এবং জিফাইভ-সহ ২৯টি বিখ্যাত স্ট্রিমিং অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর পাশাপাশি ৬০০টি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এবং ওয়াই-ফাই পরিষেবাও পাবেন।
কোম্পানি ঘোষণা করেছে যে, সমস্ত Airtel গ্রাহকরা আইপিটিভি প্ল্যান কিনলে ৩০ দিন পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবেন, যা Airtel Thanks অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। আরও উল্লেখ করা হয়েছে যে, এই পরিষেবাটি দিল্লি, রাজস্থান, আসাম এবং উত্তর-পূর্ব রাজ্যগুলি ছাড়া সারা ভারতে উপলব্ধ। যেখানে কয়েক সপ্তাহের মধ্যে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, নতুন এয়ারটেল ওয়াই-ফাই প্ল্যান কেনার পর, সকল নতুন এয়ারটেল গ্রাহক আইপিটিভি উপভোগ করতে পারবেন। এয়ারটেল ওয়েবসাইট অথবা যেকোনও এয়ারটেল স্টোর থেকে যোগাযোগে করতে হবে। যাদের ইতিমধ্যে এয়ারটেল ওয়াইফাই রয়েছে তারা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে তাদের প্ল্যান আইপিটিভি প্ল্যানে আপগ্রেড করতে পারেন, অথবা যেকোনও এয়ারটেল স্টোরে যেতে পারেন।
এই পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের Airtel Wi-Fi হোম বা অফিস পরিষেবাতে সাবস্ক্রাইব করতে হবে। প্ল্যানগুলির দাম শুরু ৬৯৯ টাকা থেকে শুরু। মিলবে ৪০ এমবিপিএস স্পিড এবং ২৬টি স্ট্রিমিং অ্যাপ। ৮৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১০০ এমবিপিএস এবং ২৬টি স্ট্রিমিং অ্যাপ। আবার ১,০৯৯ টাকার প্ল্যানে ২০০ এমবিপিএস স্পিড এবং ২৮টি স্ট্রিমিং অ্যাপ রয়েছে, যার মধ্যে অ্যাপল টিভি+ এবং অ্যামাজন প্রাইম অন্তর্ভুক্ত।
১,৫৯৯ টাকার প্ল্যানে নেটফ্লিক্স, অ্যাপল টিভি+ এবং অ্যামাজন প্রাইম-সহ ২৯টি স্ট্রিমিং অ্যাপ রয়েছে, এর গতি ৩০০ এমবিপিএস। দামি প্ল্যান, ৩,৯৯৯ টাকার রিচার্জে ১ জিবিপিএস গতি, নেটফ্লিক্স, অ্যাপল টিভি+ এবং অ্যামাজন প্রাইম-সহ ২৯টি স্ট্রিমিং অ্যাপ রয়েছে। উপরের পাঁচটি প্ল্যানে ৩৫০টিরও বেশি টিভি চ্যানেল উপভোগ করা যাবে।
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে দুর্নীতির অভিযোগে কারাগারে বন্দি। তবে শোনা…
সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা এমন একটি শহর যার ঐতিহ্য, সংস্কৃতি এবং ব্যস্ত জীবনযাত্রা গোটা দেশে…
Vivo V50 গত মাসে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। আবার এখন এই সিরিজের দ্বিতীয় মডেল লঞ্চ…
আবির্ভাবের পর থেকেই ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠেছে রিলায়েন্স Jio। বর্তমানে এটি দেশের শীর্ষস্থানীয় টেলিকম সার্ভিস…
Vivo তাদের Y300 সিরিজের অধীনে একটি সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোনের লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলটির…
This website uses cookies.