লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Airtel Jio Vi Recharge Plan: সবচেয়ে সস্তায় Jio, Airtel, Vi দিচ্ছে আনলিমিটেড কল সহ ডেটা, সাথে ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন | Cheapest postpaid plan with JioHotstar subscription

Published on:

অনেক স্মার্টফোন ব্যবহারকারী এখন পোস্টপেইড কানেকশন বেছে নিচ্ছেন। বিশেষ করে যারা আগে পরিষেবা নিয়ে পরে বিল পরিশোধ করতে আগ্রহী তাদের জন্য পোস্টপেইড কানেকশন উপযুক্ত। তবে বেশিরভাগ পোস্টপেইড প্ল্যানের মূল্য তুলনামূলকভাবে বেশি। যদিও এখনও সাশ্রয়ী মূল্যে Jio, Airtel ও Vi-এর মতো বেসরকারি টেলিকম সংস্থা কয়েকটি পোস্টপেইড প্ল্যান অফার করছে, এই প্রতিবেদনে সেইসমস্ত প্ল্যান সম্পর্কে আমরা আলোচনা করবো।

Airtel ইনফিনিটি ৪৪৯ টাকার প্ল্যান

এয়ারটেলের ৪৪৯ টাকার পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং মোট ৫০ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহকরা এই প্ল্যানের সাথে ৩ মাসের জন্য JioHotstar (মোবাইল) সাবস্ক্রিপশন, Airtel Xstream Play Premium, অ্যাপোলো ২৪/৭ সার্কেল, ফ্রি হ্যালোটিউন এবং ব্লু রিবন ব্যাগ পাবেন। তবে জানিয়ে রাখি, ৪৪৯ টাকার সাথে জিএসটি যুক্ত না থাকায় বিলের সাথে অতিরিক্ত ১৮% কর যুক্ত হবে।

READ MORE:  Airtel এর পাঁচ পয়সা উসুল প্ল্যান, ৫০ টাকার কমে যতখুশি ইন্টারনেট ডেটা

Jio ৩৪৯ টাকার পোস্টপেইড প্ল্যান

জিওর ৩৪৯ টাকার সাশ্রয়ী প্ল্যানে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং মোট ৩০ জিবি ডেটা দেওয়া হয়। ডেটা‌ লিমিট শেষ হয়ে গেলে প্রতি জিবির জন্য ১০ টাকা করে চার্জ নেওয়া হবে। এখানে গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা, JioTV ও Jio AI Cloud-এর সুবিধা দেওয়া হয়। আবার ৯০ দিনের জন্য JioHotstar (মোবাইল ও টিভি) সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।

READ MORE:  Jio Unlimited Call Plan: মাত্র 1 টাকায় 4 দিন বেশি ভ্যালিডিটি! কোটি কোটি গ্রাহকের চিন্তা দূর করল Jio | Jio recharge plan under 200

Vi Max ৪৫১ টাকার পোস্টপেইড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ৪৫১ টাকার প্ল্যানে প্রতি মাসে আনলিমিটেড কল, ৩০০০টি এসএমএস ও ৫০ জিবি ডেটা দেওয়া হয়। অতিরিক্ত সুবিধা হিসেবে ২০০ জিবি ডেটা রোলওভার, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত আনলিমিটেড নাইট ডেটা এবং Vi Games এর সুবিধা পাওয়া যায়। এছাড়াও ভিআই মুভিজ এন্ড টিভি, জিও হটস্টার, সনি লিভ, ইজমাই ট্রিপ ও নর্টন মোবাইল সিকিউরিটি-এর মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ আছে।

READ MORE:  কোটি কোটি গ্রাহকের কথা ভেবে Jio-র এন্টারটেইনমেন্ট প্ল্যান, ডেটা ও কলের সাথে মন থাকবে ফুরফুরে
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.