লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Aizawl FC Footballer: তুখড় ভারতীয় ফরোয়ার্ডের দিকে নজর মোহনবাগানের, লাইনে অনেকেই | Aizawl FC Footballer Is In Target Of ISL Clubs

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের এবারের মরসুম একেবারে শেষের পথে। তাই ISL ট্রফি জেতা ছাড়া এ সিজনে আর দ্বিতীয় কোনও লক্ষ্য নেই ফুটবল দলগুলির। তবে মরসুম শেষ হলেই ঘনিয়ে আসবে কলিঙ্গ সুপার কাপ। আর সেখানে ভুল ত্রুটি শুধরে একেবারে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে দলগুলি। সূত্র বলছে, চলতি ISL-র মাঝেই সুপার কাপ নিয়ে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে অনেকেরই।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বলা ভাল, মোহনবাগান থেকে শুরু করে শক্তিশালী গোয়া সকলেই ইন্ডিয়ান সুপার লিগে শক্তি দেখানোর পাশাপাশি আসন্ন টুর্নামেন্ট গুলির জন্য দল গোছাতে শুরু করেছে। এমতাবস্থায়, কানে আসছে নতুন খবর। শোনা যাচ্ছে, আসন্ন সুপার কাপে দলের শক্তি বাড়াতে এক ভারতীয় ফরোয়ার্ডে(Aizawl FC Footballer) নাকি নজর পড়েছে সিংহভাগেরই। কে তিনি? জানব।

READ MORE:  CFL: কোর্টে ঝটকা খেল ইস্টবেঙ্গল | Diamond Harbor In Court Against East Bengal FC

এই ভারতীয় ফরোয়ার্ডকে দলে নিতে প্রতিদ্বন্দ্বিতায় একাধিক ক্লাব…

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেমিফাইনালের মাঝেই ফুটবল মহলে শোনা যাচ্ছে লালরিনজুয়ালা লালবিয়াকনিয়ার নাম। হ্যাঁ, আইজল এফসির হয়ে খেলা এই ধুরন্ধর ফুটবলারকে দলে নিতেই নাকি পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় ঝাঁপিয়ে পড়েছে ইন্ডিয়ান সুপার লিগের দলগুলি। সূত্রের খবর, গত মরসুমেও তাঁকে নিয়ে যথেষ্ট সরগরম হয়েছিল ভারতীয় ফুটবল। তবে শেষ পর্যন্ত নাকি মোহনবাগানের জালে ধরা দিয়েও সবুজ মেরুনের হয়ে খেলতে পারেননি তিনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জানা যাচ্ছে, এই আইজল ফুটবলারকে দলে নিতে প্রথমে ঝাঁপিয়েছিল কলকাতা ময়দানের ঐতিহ্যবাহী দল মহামেডান স্পোর্টিং। এরপর নাকি একে একে মুম্বই সিটি এফসি, মোহনবাগান ও হায়দরাবাদের মতো দলগুলি ভারতীয় ফরোয়ার্ডকে দলে টানতে আপ্রাণ চেষ্টা করে।

READ MORE:  ISL 2024-25: ISL সেমিফাইনালের আগে বড় ঝটকা মোহনবাগানে | Mohun Bagan Star Injury

শোনা যায়, সবকিছুর মাঝে মোক্ষম চাল দিয়েও এই ফুটবলারকে দলে নিতে পারেনি বাগান। মূলত ফিটনেস সমস্যা থাকায় ফের আইজল এফসিতে ফিরে যেতে হয়েছিল তাঁকে। এবার তিনি সম্পূর্ণ ফিট। আর তাই হয়তো সুপার কাপ শুরুর আগে এই ভারতীয় খেলোয়াড়কে নিয়ে আগ্রহ বেড়েছে সকলের।

অবশ্যই পড়ুন: ঘূর্ণিঝড় থেকে ভূমিকম্প, হার মানবে সবই! আজই প্রথম উলম্ব-উত্তোলিত রেলসেতু পাচ্ছে ভারত

প্রসঙ্গত, আইলিগে ইতিমধ্যেই 12টি গোল করে ফেলেছেন আইজল এফসির এই তারকা। সূত্রের খবর, খেলোয়াড়ের বর্তমান ফর্ম খতিয়ে দেখেই তাঁকে দলে নিতে ঝাঁপিয়ে পড়েছে মোহনবাগান, মুম্বই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড ও হায়দরাবাদ এফসির মতো দলগুলি। তবে শেষ পর্যন্ত সুপার কাপের আগে আইজল ফরোয়ার্ডকে নিয়ে কার পাল্লা ভারি হয়, সেদিকে নজর থাকবে সকলেরই।

READ MORE:  East Bengal FC: ট্রান্সফার মার্কেটে লাল-হলুদ ঝড়, চমক দিতে প্রস্তুত ইস্টবেঙ্গল | East Bengal FC May Sign 3 Footballers From Hyderabad
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.