Ajinkya Rahane: আলোচনাই হয়নি! না জানিয়েই আচমকা অধিনায়ক ঘোষণা KKR-র? মুখ খুললেন রাহানে | Rahane Didn’t Know He Could Become KKR Captain

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার বিষয়ে কিছুই জানতেন না অভিজ্ঞ ভারতীয় তারকা অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। হ্যাঁ, সম্প্রতি এক বিবৃতিতে মুম্বই দলের হয়ে খেলা রাহানে এমন মন্তব্যই করেছেন। গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারের জুতোয়ে পা গলিয়েছেন অজিঙ্কা। তবে তাঁকেই যে নাইটদের সেনাপতি করা হবে সে বিষয়ে ছিটে ফোঁটা তথ্যও ছিল না রাহানের কাছে। এমনকি খেলোয়াড়ের সাথে নাকি কোনও রকম আলোচনাই করা হয়নি!


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয় KKR

গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল যাঁর কাঁধে ভর করে 2024 IPL শিরোপা জিতেছিল সেই অধিনায়ক শ্রেয়স আইয়ারকেই আগেভাগে ছেঁটে ফেলে নাইট ম্যানেজমেন্ট। ফলত, এহেন ব্যতিক্রমী সিদ্ধান্তের পরই তুমুল সমালোচিত হয়েছিল শাহরুখ খানের দল। প্রশ্ন উঠেছিল, যাঁকে দিয়ে দীর্ঘ দশ বছরের খরা কাটল, সেই আইয়ারকেই কেন বাদ দিয়ে দিল KKR? এমন পরিস্থিতিতে, আইয়ারের প্রসঙ্গ ভুলে আরেক আইয়ারকে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য অধিনায়ক হিসেবে ভাবতে শুরু করেন ভক্তরা।

READ MORE:  KKR Vs RCB: প্রথম ম্যাচেই বেঙ্গালুরুকে ধরাশায়ী করবে KKR! এই শক্তিশালী একাদশ নিয়েই নামবেন রাহানে | Possible Playing 11 Of KKR Against RCB

তবে সেই জল্পনায় জল ঢালে ম্যানেজমেন্ট। আচমকা সকলকে চমকে দিয়ে রাহানেকে অধিনায়কের আসনে বসায় KKR। যদিও দেড় কোটির বিনিময়ে রাহানেকে দলে নেওয়ার পর থেকেই তাঁর অধিনায়কের আসন পরিষ্কার হয়ে গিয়েছিল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে যাকে নাইটদের সেনাপতি করা হলো সেই রাহানেই নাকি তাঁর পদোন্নতির কোনও ইঙ্গিতই পাননি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বড় অভিযোগ রাহানের?

সম্প্রতি নাইটদের দায়িত্ব নিয়েই মুম্বইয়ের অভিজ্ঞ ক্রিকেটার রাহানে বলেন, KKR দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আগে আমাকে কিছুই জানানো হয়নি। নাইটদের অধিনায়ক হওয়ার কোনও ইঙ্গিত পাননি খেলোয়াড়। গত নভেম্বরে IPL অকশন টেবিল থেকে প্রথম দিনের অবিক্রিত রাহানেকে দেড় কোটির বেস প্রাইস দিয়ে কিনে নেয় KKR। আর এরপরই অনেকেই ধারণা করেছিলেন তাঁকেই হয়তো সেনাপতির আসনে বসানো হতে পারে।

READ MORE:  KKR New Coach: নতুন কোচ পেল KKR! দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানো মহারথী | Kolkata Knight Riders Appoint New Assistant Coach

যদিও এ বিষয়ে নামমাত্র তথ্যও পাননি রাহানে। সম্প্রতি নাইটদের অধিনায়ক বলেন, আমি কিছুই জানতাম না। ঘরোয়া ক্রিকেট খেলার সময় সাংবাদিকদের মুখ থেকেই নেতৃত্বের প্রসঙ্গে প্রশ্ন শুনছিলাম। আমার মূল লক্ষ্য ছিল মুম্বই দলের হয়ে নিজের সেরাটা দেওয়া। তবে দায়িত্ব যখন পেয়েছি আমার কাছে সেটা খুব সম্মানের। দুর্দান্ত সব ক্রিকেটার এই দলে খেলেছে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এক একটা ম্যাচ ধরে ধরে এগোতে হবে।

নাইটদের অধিনায়ক রাহানে আরও বলেন, এমন একটা দুর্দান্ত দলকে নেতৃত্ব দিতে পারাটা সত্যিই সৌভাগ্যের। আমি ম্যানেজমেন্টের কাছেই সত্যিই কৃতজ্ঞ আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য। গতবার আমরা জিতেছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পদ্ধতিটা সহজ করে দেখা। এদিন নাইটদের কোচ চন্দ্রকান্ত পন্ডিত সম্পর্কে রাহানে বলেন, চান্দু স্যার যবে থেকে মুম্বই দলের সঙ্গে ছিলেন সেই থেকে ওনাকে চিনি। উনি যথেষ্ট শৃঙ্খলাপরায়ণ এবং প্রচন্ড পরিমাণে একাগ্র। উনি খেলোয়াড়দের সাথে সহজ ভাবে যোগাযোগ ধরে রাখেন। দলের ছেলেদের মধ্যে থেকে সেরাটা বের করে আনতে পারেন।

READ MORE:  24 ঘণ্টায় দুই দেশে দুই দলের হয়ে ম্যাচ, তাক লাগালেন KKR-এর অলরাউন্ডার

অবশ্যই পড়ুন: ছেত্রীর পথেই হাঁটবেন বিরাট! অবসর ভেঙে টি-টোয়েন্টি দলে যোগ দিচ্ছেন কোহলি?

ইডেনের হোম গ্রাউন্ড প্রসঙ্গে রাহানের বক্তব্য

দল প্রসঙ্গে কথা বলতে বলতে রাহানে বলেন, ইডেনে খেলতে সব সময়ই দরুণ লাগে। এই পিচ আমার চেনা। আগেও এখানে খেলেছি। এই মাঠে সমর্থকদের আবেগ ও প্রাণশক্তি অসাধারণ। মূলত ভাল ফ্রাঞ্চাইজি গুলির কাজই হলো ক্রিকেটারদের পাশে থাকা। KKR সেটাই করে। ইডেনের আবহ দুর্দান্ত। আমি এখানে বহু ম্যাচ খেলেছি। এই মাঠ আমার প্রিয়!

Scroll to Top