Akshaya Tritiya Wishes 2025: প্রিয়জনকে এভাবে জানান অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, খুশি হবেই হবে | Akshaya Tritiya Wishes In Bengali
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া হিন্দুদের একটি প্রধান উৎসব। এই উৎসবটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পড়ে, যা সাধারণত এপ্রিল বা মে মাসে পড়ে। এবারে ৩০ এপ্রিল পড়েছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজোরও বিশেষ তাৎপর্য রয়েছে। আজ অক্ষয় তৃতীয়ার শুভ উপলক্ষে আপনিও আপনার প্রিয়জনদেড় কিছু শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। কী লিখবেন বুঝতে পারছেন না? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
১) অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা।
২) আপনাকে ও আপনার পরিবারকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক।
৩) অক্ষয় তৃতীয়া মানেই শুভ কিছুর সূচনা। এই শুভ উৎসবে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
৪) সমৃদ্ধি ও সাফল্যের এই উৎসব আপনাদের সকলের জীবনে অপরিসীম সুখ, সৌভাগ্য এবং চমৎকার স্বাস্থ্য বয়ে আনুক। অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা।
৫) পবিত্র অক্ষয় তৃতীয়ার উৎসবে আপনাদের সকলকে শুভেচ্ছা।
৬) ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী তোমাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বয়ে আনুক, এটাই আমার প্রার্থনা। অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা।
৭) আপনার এবং আপনার পরিবারের জন্য আনন্দময় এবং সমৃদ্ধ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা!
৮) অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণুর ঐশ্বরিক আশীর্বাদ আপনার জীবনকে প্রাচুর্য ও সুখে ভরে তুলুক এবং সর্বদা।
৯) এই শুভ দিনে, আপনার স্বাস্থ্য, সম্পদ এবং সাফল্যে আশীর্বাদিত হোক। শুভ অক্ষয় তৃতীয়া!
১০) এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে সমৃদ্ধি এবং সুখের এক নতুন যুগের সূচনা করুক।
১১) সমৃদ্ধি, আনন্দ এবং সৌভাগ্যে ভরা সোনালী অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা!
১২) এই অক্ষয় তৃতীয়া আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য অফুরন্ত সুখ এবং পরিপূর্ণতা বয়ে আনুক এই প্রার্থনাই করি।
১৩) অক্ষয় তৃতীয়ার শুভ দিনটি আপনাকে অসীম সাফল্য এবং সমৃদ্ধিতে আশীর্বাদ করুক।
১৪) আপনার এবং আপনার পরিবারের জন্য একটি আশীর্বাদপূর্ণ এবং সমৃদ্ধ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা!
১৫) অক্ষয় তৃতীয়া উদযাপনের সময় আপনার জীবন প্রাচুর্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।
১৬) এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে সুখের বৃষ্টি হোক, এই আশাই রাখি।
১৭) সব দুঃখ, কান্না ভুলে এই অক্ষয় তৃতীয়ায় আপনার জীবন ভরে উঠুক সবরকম ভালো জিনিসে।
১৮) একটি সমৃদ্ধ এবং পরিপূর্ণ অক্ষয় তৃতীয়ার জন্য আপনাকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।
১৯) এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে নতুন রঙ আনুক, এই আশা রাখি।
২০) এই অক্ষয় তৃতীয়ায় আপনার বাড়িতে লক্ষ্মীর পা পড়ুক, এই কামনাই করি। শুভ অক্ষয় তৃতীয়া।
২১) দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক।
২২) আপনার ভাণ্ডার সম্পদ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, সুখের প্রাচুর্য থাকুক। অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা।
২৩) এই অক্ষয় তৃতীয়ায় আপনার জীবন সোনায় মুড়ে থাকুক, এই আশা রাখি।
২৪) এই শুভ উৎসবে আপনার মনের সব ইচ্ছে পূরণ হোক, এই কামনা করি।
২৫) এই উৎসব আপনার জীবনে সোনালি আভা ছড়িয়ে পড়ুক। শুভ অক্ষয় তৃতীয়া।
২৬) এই অক্ষয় তৃতীয়ার সকালে দেবী লক্ষ্মীর আগমন হোক আপনার বাড়িতে।
২৭) এই অক্ষয় তৃতীয়া আপনার সকল প্রচেষ্টায় সাফল্য বয়ে আনুক, আপনার সকল কাজে সাফল্য আসুক এবং আপনার সকল দুঃখ মিটে যাক, শুভ অক্ষয় তৃতীয়া ২০২৫।
২৮) এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনের সফল যাত্রার সূচনা করুক, আপনার দেখা সব স্বপ্ন সত্যি হোক।
২৯) এই শুভ দিনে ভগবান বিষ্ণু আপনাদের সকলের ওপর আশীর্বাদের বৃষ্টি করুন, এই কামনাই করি।
৩০) এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে চিরস্থায়ী সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক।
৩১) আপনার প্রতিটি মুহূর্ত সোনার মতো খাঁটি হোক, এই অক্ষয় তৃতীয়াই এই আশাই রাখি।
৩২) এই অক্ষয় তৃতীয়া আপনার ব্যবসা এবং ক্যারিয়ারে নতুন উচ্চতা বয়ে আনুক।
৩৩) দেবী লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে যেন কখনও সম্পদ ও খাদ্যের অভাব না হয়। শুভ অক্ষয় তৃতীয়া!
৩৪) আশা, আনন্দ এবং ইতিবাচক সূচনার সাথে অক্ষয় তৃতীয়া উদযাপন করুন।
৩৫) আগামী সোনালী বছরের জন্য আন্তরিক শুভেচ্ছা। শুভ অক্ষয় তৃতীয়া!
৩৬) ভালোবাসা, বিশ্বাস এবং করুণায় পরিপূর্ণ অক্ষয় তৃতীয়ার উষ্ণ শুভেচ্ছা।
৩৭) তোমার নতুন জীবনের সাফল্য কামনা করছি। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা।
৩৮) আজকের দিনটি আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করুন। শুভ অক্ষয় তৃতীয়া!
৩৯) উৎসব আপনার জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনুক, শুভ অক্ষয় তৃতীয়া।
৪০) আজ থেকে শুরু করে জীবনের সমস্ত কয়টা দিন হয়ে উঠুক সোনার মতো। শুভ হোক অক্ষয় তৃতীয়া।
৪১) এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে নতুন সূচনা এবং সীমাহীন সুযোগ নিয়ে আসুক।
৪২) এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে সমৃদ্ধি আনবে এবং আপনার ইচ্ছা পূরণ করবে।
৪৩) এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে সম্পদ, স্বাস্থ্য এবং সুখ বয়ে আনুক।
৪৪) এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনকে অপরিসীম আশীর্বাদ এবং সমৃদ্ধিতে ভরে তুলুক।
৪৫) আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক…শুভ অক্ষয় তৃতীয়া!
৪৬) আপনার উপর অর্থের বর্ষণ হোক সর্বদা, অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে এই কামনাই করি। শুভ অক্ষয় তৃতীয়া।
৪৭) এবারের অক্ষয় তৃতীয়ায় আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।
৪৮) ধনলক্ষ্মীর কৃপায় ঘুচে যাক দুঃখ- অশান্তি, আসুক সুখ সমৃদ্ধি! শুভ অক্ষয় তৃতীয়া!
৪৯) অক্ষয় তৃতীয়া উপলক্ষে লক্ষ্মী-গণেশ আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারকে।
৫০) সৌভাগ্য, সাফল্য এবং সুখ নিয়ে আসুক অক্ষয় তৃতীয়া।
৫১) অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভগবান বিষ্ণু আপনাকে সম্পদ এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করুক।
৫২) অক্ষয় তৃতীয়ার এই দিনটি আপনার জন্য সৌভাগ্য এবং সাফল্য বয়ে আনুক যা কোনও দিন কমবে না।
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
This website uses cookies.