লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Alcatel Nokia-Backed Company: ভারতে নতুন স্মার্টফোন আনছে Nokia মালিকানাধীন Alcatel, চাপ বাড়বে রেডমি, স্যামসাংদের উপর | Alcatel Launch Premium Smartphone

Published on:

এবার ভারতে আসছে অ্যালকাটেল (Alcatel) ব্র্যান্ডের স্মার্টফোন। এই ব্র্যান্ডটি পরিচালনা করে ফরাসি প্রযুক্তি সংস্থা টিসিএল কমিউনিকেশন, যার অভিভাবক সংস্থা ও লাইসেন্স অধিকারী স্বয়ং Nokia। সংস্থার দাবি, তারা সরকারের “মেক ইন ইন্ডিয়া” উদ্যোগকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৫ সালে এই নিয়ে দ্বিতীয় বিদেশি সংস্থা ভারতে পা রাখল স্মার্টফোন উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে। এর আগে ২৫ মার্চ স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা জানায় এসার (Acer)।

READ MORE:  নতুন আপডেটেড Bajaj CT100 লঞ্চ হচ্ছে ভারতীয় মার্কেটে, মাইলেজ পাবেন ৮০ kmpl, জানুন বিস্তারিত

বছরের পর বছর ধরে অভিজ্ঞতা এবং পেটেন্ট প্রযুক্তি কাজে লাগিয়ে স্মার্টফোনের মাধ্যমে ভারতীয় ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা অ্যালকাটেলের। প্রসঙ্গত, ১৯৯৬ সালে কর্ডলেস মোবাইল ফোন বিক্রি শুরু করেছিল এই সংস্থাটি। তবে, স্মার্টফোনের ব্যাপক উত্থানের সময় মালিকানা পরিবর্তন হয় সংস্থার। তার পর ২০০৬ সালে টেলিযোগাযোগ সরঞ্জামের উপর মনোযোগ দেওয়ার জন্য লুসেন্টের সাথে হাত মেলায় তারা। ২০১৬ সালে কোম্পানিটি নোকিয়া দ্বারা অধিগ্রহণ করা হয়।

READ MORE:  Canon EOS R50 V: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুর্দান্ত ক্যামেরা নিয়ে এল Canon, দাম ও ফিচার দেখে নিন | Canon EOS R50 V Launched and Price in India

Alcatel স্মার্টফোন ও ট্যাব

অ্যালকাটেলের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে বিভিন্ন ধরণের স্মার্টফোনের বানিয়ে থাকে তারা। যার মধ্যে রয়েছে Alcatel 1B (2022), Alcatel 1L Pro, Alcatel 1V, Alcatel 1L (2021), ও Alcatel 1S (2021)। তবে, কোম্পানিটি এখনও ভারতে লঞ্চ হওয়া তাদের প্রথম ডিভাইস সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।

এছাড়াও, ওয়েবসাইটে দেখা গিয়েছে যে, পোর্টফোলিওতে অ্যালকাটেল স্মার্ট ট্যাব, TKEE, অ্যালকাটেল ৩ সিরিজ এবং অ্যালকাটেল ১ সিরিজের মতো ট্যাবলেটও রয়েছে। তবে কোম্পানি ভারতে এখনই এই ট্যাবলেটগুলি চালু করার পরিকল্পনা করছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

READ MORE:  বড় কোম্পানিতে চাকরির সুযোগ, মোদী-মাস্ক বৈঠকের পরেই দেশে কর্মী নিয়োগ শুরু করল Tesla

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.