বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘ভাগ্য বদলাতে সময় লাগে না।’ কথাটা শোনা শোনা ঠেকছে? এমন বহু প্রচলিত বাক্য প্রতিদিনের জীবনে হুবহু মিলে যায়। সম্প্রতি এমনই ধ্রুব সত্য উন্মোচিত হয়েছে আলিপুরদুয়ারে। ভাগ্য ফিরেছে 30 টাকার লটারিতেই (Lottery)! হ্যাঁ, লটারি কেটেই রাতারাতি কোটিপতি হলেন আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের খগেনহাটের সুরুগাও ঘাটপাড়া এলাকার বাসিন্দা, পেশায় দিনমজুর আজিজার রহমান।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
30 টাকাতেই কোটিপতি দিনমজুর
আলিপুরদুয়ারের ঘাটপাড়ার নুন আনতে পান্তা ফুরনো সংসার। দিনমজুরের কাজ করে বেলা শেষে যা আয় হয় তাতে পেটের ভাত যোগানো দুষ্কর। তাই মাঝেমধ্যেই ভাগ্য পরীক্ষায় নামতে হয় আজিজারকে। অস্ত্র, অল্প দামের লটারি। হ্যাঁ, লটারি কেটে ভাগ্য পরীক্ষা করার অভ্যাস আজিজারের বহুকালের! বদ অভ্যাস? বলতেই পারেন। তবে এই কু অভ্যাসই তাঁকে দিনমজুর থেকে রাতারাতি কোটি টাকার মালিক বানিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি স্থানীয় একটি লটারি দোকান থেকে 30 টাকা মূল্যের ডিয়ার লটারি কেটেছিলেন আজিজার। নিয়ম অনুযায়ী, ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল সন্ধ্যায়। সেই মতো টিকিট কেটে নম্বর যাচাই করার জন্য অপেক্ষা করছিলেন দিনমজুর আজিজার। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সন্ধ্যায় অন্যান্য দিনের মতোই লটারির দোকানে গিয়ে নম্বর মিলিয়ে দেখতেই চক্ষু ছানাবড়া হয়ে যায় তাঁর। লটারিতে কোটি টাকা বেঁধেছে, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না আজিজার রহমান। পরবর্তীতে তড়িঘড়ি পরিবারের সদস্যদের সুখবর জানান তিনি।
অবশ্যই পড়ুন: হিট ইউকেট হয়েও নট-আউট নারিন! কোন নিয়মে? রইল বিস্তারিত
সূত্রের খবর, আপাতত এই অর্থ দিয়ে ভবিষ্যৎ জীবনটুকু সুখে স্বাচ্ছন্দে কাটাতে চান আজিজার। পরিবারের মুখে হাসি ফোটেতে এই অর্থ নাকি আল্লাই জোগাড় করে দিয়েছে এমনটাই মনে করেন আলিপুরদুয়ারের ওই পুরস্কার বিজেতা!