লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Amar Sangi: TRP-র গেঁড়োয় ফাঁসল জনপ্রিয় মেগা, বড় সিদ্ধান্ত জি বাংলার | Zee Bangla Change Serial Timing

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে বাংলার টেলিভিশন একের পর এক মেগা এসেই চলেছে। এর কারণ হল অবশ্যই জনপ্রিয়তা। সে ৯০-এর দশক হোক কিংবা ২০২৫, সিরিয়ালের জনপ্রিয়তা দিনদিন দর্শকদের মধ্যে যেন বেড়েই চলেছে। কিছু সিরিয়াল এমন আছে যেগুলি মানুষের মনে দাগ কেটে যায়। আবার এমন কিছু সিরিয়াল থাকে যেগুলি টিআরপির অভাবে কয়েক মাসেই মুখ থুবড়ে পড়ে। আজকের এই প্রতিবেদনে তেমনই একটি মেগা নিয়ে আলোচনা হবে যেটি কিনা গত ৬ মাসে দু’বার স্লট বদলেছে। এরপর আবার এই মেগার সময় বদলানো হল। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও কি জানতে ইচ্ছুক যে সেটি কোন মেগা? জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ফের কপাল পুড়ল এই জনপ্রিয় মেগার

যে কোনও ধারাবাহিকের জনপ্রিয়তা বা স্টার কাস্ট, অভিনয় ভালো হোক না কেন, TRP যদি ভালো না থাকে তাহলে কিছুই করার থাকে না। জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা, কালার্স বাংলা, কম TRP -র জন্য হয় বারবার স্লট বদল করা হয়েছে নয়তো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এবার জি বাংলার একটি মেগার আবার সময় বদলে দেওয়া হল। আর যার জেরে অনেকেই আবার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। ভাবছেন আবার মেগাটি বন্ধ হয়ে যাবে না তো?

READ MORE:  Target Rating Point: গীতা-ফুলকিদের ভিড়ে ছক্কা হাঁকাচ্ছে পারুল, কে হল নতুন বেঙ্গল টপার? দেখুন টাটকা TRP তালিকা | 30th Jan Bengali Serial TRP List Parineeta Become Bengal Topper See Complete TRP List

আজ কথা হচ্ছে জি বাংলার ‘অমরসঙ্গী’ সিরিয়াল নিয়ে। চ্যানেল কর্তৃপক্ষের তরফে নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলি অভিনীত ধারাবাহিক ‘অমর সঙ্গী’ ধারাবাহিককে আবারও পাঠিয়ে দেওয়া হয়েছে দুপুরের স্লটে। আর এই সিদ্ধান্তে বেজায় চটেছেন দর্শকরা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

দুপুরের স্লটে পাঠানো হল মেগাকে

অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না যে এই অমরসঙ্গী মেগাটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউসের। শুরুর দিকে অমর সঙ্গী আসত দুপুর আড়াইটের সময়। টিআরপিতে ভালো ফল না করায় স্লট বদলে, দেওয়া হয়েছিল বিকেল ৫.৩০-এর স্লট। সেখানেও আবার স্টার জলসার মেগার সঙ্গে টক্কর দিতে গিয়ে মুখ থুবড়ে পড়ে মেগাটি। ১০ মার্চ থেকে দুপুর ৩টের সময় দেখা যাবে অমর সঙ্গী। আর এই কথা জানতেই দর্শকদের বিরক্তি সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে। ক্ষোভ উগড়ে দিলেন অনেকে।

READ MORE:  ভয়াবহ সুনামিতে পরিবার হারানো মেয়েকে বাঁচিয়েছিলেন তিনি, আজ সেই মেয়ের বিয়ে দিলেন এই আইএএস অফিসার

একজন লিখলেন, ‘এত সুন্দর একটা গল্প নষ্ট করল। কী ভালো চলছে।’ আরেকজন লেখেন, ‘আমি এখনো বুঝতে পারছি না কেন সেই ৪৫ মিনিটের স্লটদুটো রেখেছে। সব ধারাবাহিকের সম্প্রচারের সময় ৩০ মিনিট করলেই তো অমর সঙ্গীর জায়গা হয়ে যেত।’ তৃতীয়জনের মন্তব্য, ‘নীল ও শ্যামৌপ্তির উচিত আর জি বাংলার সঙ্গে কাজ না করা।’

READ MORE:  Sapna Chaudhary: 'তেরি আখ্যা কা ইয়ো কাজল' গানে টিপ টপ ডান্স করলেন স্বপ্না চৌধুরী
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.