Mithijhora: 'সব TRP-র খেলা!' বন্ধ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় মেগা? বিস্ফোরক অভিনেত্রী : For Lack Of Target Rating Point Zee Bangla Is Closing This Serial
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে বাংলার টেলিভিশন একের পর এক মেগা এসেই চলেছে। এর কারণ হল অবশ্যই জনপ্রিয়তা। সে ৯০-এর দশক হোক কিংবা ২০২৫, সিরিয়ালের জনপ্রিয়তা দিনদিন দর্শকদের মধ্যে যেন বেড়েই চলেছে। কিছু সিরিয়াল এমন আছে যেগুলি মানুষের মনে দাগ কেটে যায়। আবার এমন কিছু সিরিয়াল থাকে যেগুলি টিআরপির অভাবে কয়েক মাসেই মুখ থুবড়ে পড়ে। আজকের এই প্রতিবেদনে তেমনই একটি মেগা নিয়ে আলোচনা হবে যেটি কিনা গত ৬ মাসে দু’বার স্লট বদলেছে। এরপর আবার এই মেগার সময় বদলানো হল। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও কি জানতে ইচ্ছুক যে সেটি কোন মেগা? জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
যে কোনও ধারাবাহিকের জনপ্রিয়তা বা স্টার কাস্ট, অভিনয় ভালো হোক না কেন, TRP যদি ভালো না থাকে তাহলে কিছুই করার থাকে না। জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা, কালার্স বাংলা, কম TRP -র জন্য হয় বারবার স্লট বদল করা হয়েছে নয়তো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এবার জি বাংলার একটি মেগার আবার সময় বদলে দেওয়া হল। আর যার জেরে অনেকেই আবার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। ভাবছেন আবার মেগাটি বন্ধ হয়ে যাবে না তো?
আজ কথা হচ্ছে জি বাংলার ‘অমরসঙ্গী’ সিরিয়াল নিয়ে। চ্যানেল কর্তৃপক্ষের তরফে নীল ভট্টাচার্য ও শ্যামৌপ্তি মুদলি অভিনীত ধারাবাহিক ‘অমর সঙ্গী’ ধারাবাহিককে আবারও পাঠিয়ে দেওয়া হয়েছে দুপুরের স্লটে। আর এই সিদ্ধান্তে বেজায় চটেছেন দর্শকরা।
অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না যে এই অমরসঙ্গী মেগাটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউসের। শুরুর দিকে অমর সঙ্গী আসত দুপুর আড়াইটের সময়। টিআরপিতে ভালো ফল না করায় স্লট বদলে, দেওয়া হয়েছিল বিকেল ৫.৩০-এর স্লট। সেখানেও আবার স্টার জলসার মেগার সঙ্গে টক্কর দিতে গিয়ে মুখ থুবড়ে পড়ে মেগাটি। ১০ মার্চ থেকে দুপুর ৩টের সময় দেখা যাবে অমর সঙ্গী। আর এই কথা জানতেই দর্শকদের বিরক্তি সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে। ক্ষোভ উগড়ে দিলেন অনেকে।
একজন লিখলেন, ‘এত সুন্দর একটা গল্প নষ্ট করল। কী ভালো চলছে।’ আরেকজন লেখেন, ‘আমি এখনো বুঝতে পারছি না কেন সেই ৪৫ মিনিটের স্লটদুটো রেখেছে। সব ধারাবাহিকের সম্প্রচারের সময় ৩০ মিনিট করলেই তো অমর সঙ্গীর জায়গা হয়ে যেত।’ তৃতীয়জনের মন্তব্য, ‘নীল ও শ্যামৌপ্তির উচিত আর জি বাংলার সঙ্গে কাজ না করা।’
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন, বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলিতে বরাবরই প্রচুর ভিড় থাকে। অনেক…
This website uses cookies.