লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Amazon 5G Superstore offer: Amazon ৫জি সুপারস্টোরে দারুন অফার, জলের দরে কিনুন OnePlus 12R | OnePlus 12R Discount

Published on:

নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য একটি দারুন সুযোগ নিয়ে এল Amazon। ই-কমার্স প্ল্যাটফর্মের ৫জি সুপারস্টোরে OnePlus 12R স্মার্টফোনের উপর রয়েছে অফার। বাজেট প্রিমিয়াম সেগমেন্টে এই স্মার্টফোন দারুন বিকল্প হিসাবে বিবেচনা করতে পারেন। একাধিক ফিচার্স এবং ফটোগ্রাফির জন্য আকর্ষণীয় ক্যামেরা রয়েছে এই ফোনে। OnePlus 12R এর কত দাম এবং কী অফার রয়েছে আসুন জেনে নেওয়া যাক।

READ MORE:  Huawei Hi Nova 12z Camera: ৩৬ মিনিটেই ফুল চার্জ! ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত স্মার্টফোন এল বাজারে | Huawei Hi Nova 12z Launched

Amazon ৫জি সুপারস্টোর : OnePlus 12R দাম ও অফার

এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। তবে অ্যামাজন থেকে ২৩% ছাড়ে কিনতে পারবেন, অর্থাৎ দাম পড়বে ৩২,৯৯৯ টাকা। সেল চলাকালীন এই ফোনটি কেনার সময় আপনি প্রায় ১০,০০০ টাকা সাশ্রয় করার সুযোগ পাবেন।

এছাড়াও, HDFC ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য ৩,০০০ টাকার অতিরিক্ত ছাড় রয়েছে। Axis ব্যাংকের ক্রেডিট কার্ডগুলিতে ২২৫০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আবার কেউ যদি পুরানো ফোন বিনিময় করতে চান, তাহলে সে ২২,৮০০ টাকার এক্সচেঞ্জ অফার পাবেন, যা নির্ভর করবে পুরনো ফোনের অবস্থার উপর।

READ MORE:  OnePlus Nord CE 4 Discount: বিরাট সস্তায় দুর্দান্ত ক্যামেরার OnePlus Nord CE 4 ফোন, ৫৫০০ টাকা ডিসকাউন্ট | OnePlus Nord CE 4 50MP Rear Camera

OnePlus 12R : স্পেসিফিকেশন

স্মার্টফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। রেজোলিউশন ১২৬৪ x ২৭৮০ পিক্সেল। প্রসেসর মিলবে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট, যা ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে। অপারেটিং সফ্টওয়্যার রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। ক্যামেরার ক্ষেত্রে প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফির জন্য মিলবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০mAh।

READ MORE:  এক ধাক্কায় ৪০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, OnePlus Nord সিরিজের দুই ফোনের সাথে লোভনীয় অফার

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.