Amazon 5G Superstore offer: Amazon ৫জি সুপারস্টোরে দারুন অফার, জলের দরে কিনুন OnePlus 12R | OnePlus 12R Discount

নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য একটি দারুন সুযোগ নিয়ে এল Amazon। ই-কমার্স প্ল্যাটফর্মের ৫জি সুপারস্টোরে OnePlus 12R স্মার্টফোনের উপর রয়েছে অফার। বাজেট প্রিমিয়াম সেগমেন্টে এই স্মার্টফোন দারুন বিকল্প হিসাবে বিবেচনা করতে পারেন। একাধিক ফিচার্স এবং ফটোগ্রাফির জন্য আকর্ষণীয় ক্যামেরা রয়েছে এই ফোনে। OnePlus 12R এর কত দাম এবং কী অফার রয়েছে আসুন জেনে নেওয়া যাক।

READ MORE:  ৫০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, কম দামে কিনুন OnePlus Pad 2 ও OnePlus Pad Go ট্যাবলেট

Amazon ৫জি সুপারস্টোর : OnePlus 12R দাম ও অফার

এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। তবে অ্যামাজন থেকে ২৩% ছাড়ে কিনতে পারবেন, অর্থাৎ দাম পড়বে ৩২,৯৯৯ টাকা। সেল চলাকালীন এই ফোনটি কেনার সময় আপনি প্রায় ১০,০০০ টাকা সাশ্রয় করার সুযোগ পাবেন।

এছাড়াও, HDFC ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্য ৩,০০০ টাকার অতিরিক্ত ছাড় রয়েছে। Axis ব্যাংকের ক্রেডিট কার্ডগুলিতে ২২৫০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আবার কেউ যদি পুরানো ফোন বিনিময় করতে চান, তাহলে সে ২২,৮০০ টাকার এক্সচেঞ্জ অফার পাবেন, যা নির্ভর করবে পুরনো ফোনের অবস্থার উপর।

READ MORE:  OnePlus 13T হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সবচেয়ে সস্তা স্মার্টফোন, থাকবে দুর্দান্ত টেলিফটো ক্যামেরা

OnePlus 12R : স্পেসিফিকেশন

স্মার্টফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। রেজোলিউশন ১২৬৪ x ২৭৮০ পিক্সেল। প্রসেসর মিলবে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট, যা ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে। অপারেটিং সফ্টওয়্যার রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। ক্যামেরার ক্ষেত্রে প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফির জন্য মিলবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০mAh।

READ MORE:  কম দামে ছোট ফ্ল্যাগশিপ ফোন তৈরি করছে OnePlus, এখন থেকেই চাপের মধ্যে অ্যাপল, স্যামসাং-রা

Scroll to Top