ই-কমার্স সাইট অ্যামাজনে ১৫ হাজার টাকার কম দামে একাধিক ব্র্যান্ডেড স্মার্টফোন বিক্রি হচ্ছে।
সুমন পাত্র, কলকাতা: দুর্দান্ত পারফরম্যান্স ও সেরা ক্যামেরার ফোন ডিসকাউন্টে কেনার সুযোগ দিচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম Amazon। এই ই-কমার্স সাইটে ১৫ হাজার টাকার কম দামে একাধিক ব্র্যান্ডেড স্মার্টফোন বিক্রি হচ্ছে। তাই আপনি যদি ভালো ফোন কিনতে চান তাহলে অ্যামাজনে ঢুঁ মারতে পারেন। তার আগে এই প্রতিবেদন থেকে আকর্ষণীয় কিছু ডিল দেখে নিন।
Poco M6 5G
পোকো এম৬ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা রাখা হয়েছে। এতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর দেওয়া হয়েছে।
Samsung Galaxy M16 5G
স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি সিরিজের এই ডিভাইসটি ১,০০০ টাকা ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্টসহ ১৪,৪৪৯ টাকায় কিনতে পারেন। এতে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
iQOO Z9x 5G
ভিভোর সাব ব্র্যান্ডের এই 5G ফোন ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এবং এতে ৬.৭২ ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। এর সাথে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর।
Realme Narzo 70x 5G
রিয়েলমির ফোনটি ১৩,৯৯৮ টাকায় অর্ডার করতে পারবেন। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
Realme 13 5G
রিয়েলমির এই ফোনে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ আছে। এই ডিভাইস ১৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে এবং ব্যাঙ্ক অফারে ১৪৯৯ টাকা ছাড় পাওয়া যাবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
Redmi 13 5G
রেডমির এই ডিভাইসে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ আছে। এই স্মার্টফোনটি মাত্র ১৩,৯৯৮ টাকায় বিক্রি হচ্ছে। এতে আছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।
Motorola G45 5G
মোটোরোলা এই ডিভাইসটির ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন থেকে ১১,৯৪৮ টাকায় কেনা যাবে। নির্বাচিত ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,১৯৪ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।