লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Ampere Reo 80 Launched: 60 হাজার টাকার কমে ইলেকট্রিক স্কুটার, Ampere Reo 80 বাজারে আসতেই হইচই | Ampere Reo 80 Price in India

Published on:

গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড (GEML) এর ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড অ্যাম্পিয়ার রিও সম্প্রতি Ampere Reo 80 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। এর এক্স-শোরুম দাম 59,900 টাকা। যারা কম দামে ইলেকট্রিক স্কুটার খোঁজ করছেন তাদের জন্য এটি আদর্শ বিকল্প হতে পারে। এর সর্বোচ্চ স্পিড 25 কিমি প্রতি ঘণ্টা। Reo 80 ইলেকট্রিক স্কুটারে কালার LCD ডিসপ্লে, LFP ব্যাটারি প্রযুক্তি, ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং কাইলেস স্টার্ট ফাংশনালিটি আছে। এটি একবার চার্জে 80 কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এতে অ্যালয় হুইল পাওয়া যাবে। এটি রেড, ব্লু এবং হোয়াইট রঙের অপশনে এসেছে।

READ MORE:  Hero Vida V2 Series: ইলেকট্রিক স্কুটার কিনবেন? ১১ হাজার টাকা দাম কমলো Hero Vida V2 সিরিজের | Hero Vida V2 Lite Plus Pro Price in India

কোম্পানির কর্মকর্তাদের মতে, এই মাসের শেষের দিকে ভারতের সব জায়গায় এর ডেলিভারি শুরু হবে। গ্রিভস ইলেকট্রিক মোবিলিটির কার্যকরী পরিচালক এবং সিইও কে বিজয় কুমার বলেছেন যে, এই লঞ্চ পুরো ভারতে ইলেকট্রিক মোবিলিটি আরও সহজলভ্য করার কোম্পানির দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ভারতে ইলেকট্রিক স্কুটারের বাজার ক্রমশ বাড়ছে, কারণ ক্রেতারা জ্বালানির বাড়তি দাম এবং পরিবেশের সমস্যার কথা ভেবে ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার দিকে ঝুঁকছে। Reo 80-এর মতো কম গতির ইলেকট্রিক স্কুটারগুলি বিশেষ করে ছাত্রছাত্রী এবং স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য ভালো বিকল্প হবে।

READ MORE:  Hyundai Aura Discount: মারুতি ডিজায়ারের থেকে সস্তা Hyundai Aura আরও 53000 টাকা কম দামে, 20 এপ্রিল পর্যন্ত অফার | Hyundai Aura Features

গাড়ি বিক্রির নিরিখে গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি সাম্প্রতিক মাসগুলিতে নতুন রেকর্ড গড়েছে। চলতি বছরের মার্চে তারা 6,000 এরও বেশি ইলেকট্রিক দুই চাকার গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় 52% বেশি। এখন দেখার Reo 80 ইলেকট্রিক স্কুটার বাজারে কেমন সাড়া ফেলে।

READ MORE:  Honda NWX 125 Design: Activa-র থেকেও ভাল স্কুটার আনছে Honda, দুর্দান্ত মাইলেজ সহ পাবেন অসাধারণ লুকস | Honda NWX 125 Scooter Patent Filed in India
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.