Ananya Birla: ৩০ বছর বয়সেই ২ লক্ষ কোটির সম্পত্তি, কে এই তরুণী, যে ইশা আম্বানিকে দিচ্ছেন টক্কর? | Kumar Mangalam Birla's Daughter Net Worth
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের অন্যতম প্রতিষ্ঠিত ধনী ব্যবসায়ীর মেয়ে তিনি। প্রথা অনুযায়ী পারিবারিক ব্যবসাতেই যোগদান করার কথা ছিল তাঁর। তবে শুরুতে সেই পথে একেবারেই হাঁটেননি তরুণী। ইচ্ছে ছিল নিজস্ব পরিচয় তৈরি করার। আর সেই লক্ষ্য মনের মণিকোঠায় বেঁধে বেছে নিয়েছিলেন ড্রাম, গিটার। সম্বল ছিল গলার সুমধুর কণ্ঠস্বর। আর তা দিয়েই নিজের গায়িকা সত্তাকে মেলে ধরেছিলেন তিনি।
কিন্তু ব্যবসা তো রক্তে, তাই নিজের প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বাবার ব্যবসাতেও হাত লাগিয়েছিলেন মেয়ে অনন্যা বিড়লা (Ananya Birla)। নামটা বর্তমানে যথেষ্ট পরিচিত। হ্যাঁ, ভারতীয় শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার মেয়ে অনন্যা পারিবারিক ব্যবসায় বসার পাশাপাশি নিজেই এখন দুটি কোম্পানির মালকিন। রিপোর্ট বলছে, বর্তমানে তার নিজস্ব সম্পদের পরিমাণ হার মানাবে আম্বানি পরিবারের মেয়ে ইশা আম্বানিকেও।
বিড়লা পরিবারের সুপুত্রী অনন্যা বর্তমানে মাত্র 30 বছর বয়সে নিজের ব্যবসায়িক উদ্যোগকে এগিয়ে নিয়ে চলেছেন। এই মুহূর্তে অনন্যার অধীনে একটি বিউটি ব্র্যান্ডসহ আরও একটি সংস্থা রয়েছে। প্রথমদিকে অনন্যার সংস্থা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী নিম্ন আয়ের মহিলাদের অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করার রাস্তা দেখিয়েছে।
যার দৌলতে বর্তমানে দেশের বহু মহিলার রুটির রুজি চলছে। বলা বাহুল্য, অনন্যার সংস্থা ‘স্বতন্ত্র মাইক্রোফিনান্স’ গ্রাম থেকে শহর সকল নিম্ন আয়ের মহিলাদের ব্যবসা শুরু করার জন্য স্বল্প সুদে ঋণ প্রদান করে। এছাড়ও এম্পাওয়ার কোম্পানির মালিকানাও রয়েছে অনন্যার নামে।
স্কুল জীবনের শুরুর দিকে মুম্বইয়ের আমেরিকান স্কুল অফ বম্বেতে পড়াশোনা করতেন অনন্যা। পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেন তিনি। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং ম্যানেজমেন্টে স্নাতক হন অনন্যা। শিক্ষাজীবন শেষ করে দেশে ফিরে প্রতিষ্ঠা করেন নিজের স্বপ্নের কোম্পানি ‘স্বতন্ত্র মাইক্রোফিনান্স’।
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, বাবা কুমার মঙ্গলম বিড়লার মোট সম্পদের পরিমাণ 21.4 বিলিয়ন ডলার। যার দৌলাতে বর্তমানে বিশ্বের ধনী ব্যাবসায়ীদের মধ্যে 92তম স্থানে রয়েছেন তিনি। দেশের ধনী ব্যক্তিদের তালিকায় 7 নম্বরে জায়গা হয়েছে তাঁর। তবে বাবার সম্পদের পরিমাণ বিপুল হলেও একার দক্ষতায় অনন্যার নিজস্ব সম্পদের পরিমাণও নেহাৎ কম নয়।
অবশ্যই পড়ুন: জানুয়ারিতেই পড়ল রেকর্ড গরম, মার্চের মধ্যেই … লা নিনা নিয়ে বিরাট পূর্বাভাস
কয়েকটি নামি সংবাদমাধ্যম সূত্রে খবর, মাত্র 30 বছর বয়সে অনন্যার মোট সম্পদের পরিমাণ 1 লাখ 77 হাজার 864 কোটি টাকা। সূত্র বলছে, সম্পদের নিরিখে ইশা আম্বানির থেকে অনেকটাই এগিয়ে তিনি। যেখানে অনন্যার সম্পদের পরিমাণ লক্ষাধিক কোটি টাকা সেই বিচারে ইশার মোট সম্পদের মূল্য মাত্র 835 কোটি। উল্লেখ্য, অল্প বয়সে নিজের বিপুল পরিমাণ সম্পদের কারণে দেশের ধনী কন্যা হিসেবে অপরিচিত অনন্যা বিড়লা।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.