Andre Russell Daily Routine: রাসেলের এই বদভ্যাসের কারণে উপকৃত হবে KKR | Andre Russell Daily Routine
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী অস্ত্র তথা নাইটদের পথ চলার পুরনো সঙ্গী আন্দ্রে রাসেল (Andre Russell) আসন্ন মরসুমেও KKR-এর হয়েই মাঠে নামবেন। দলের দুঃসময়ের অন্যতম ভরসাযোগ্য উদ্ধারকারী হিসেবে পরিচিত আন্দ্রে যেন বিরল প্রতিভার অধিকারী। ব্যাট হাতে যেমন দলের কঠিন সময় ফিনিশারের ভূমিকা পালন করেন তিনি, ঠিক তেমনই বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের ঝটকা দিয়ে উইকেট তুলে নেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
তবে অনেকেই হয়তো জানেন না, নাইট শিবিরের এই শক্তিশালী সৈনিক ভারতে থাকাকালীন রাতের পর রাত জেগে কাটিয়ে দেন! হ্যাঁ, বিষয়টা ভুরু কুঁচকানোর মতো হলেও এক অদ্ভুত রুটিন মেনে চলেন আন্দ্রে।। চলুন জেনে নিই নাইট তারকার সাফল্যের রুটিন সম্পর্কে।
প্রতিপক্ষ শিবিরের কাছে আজও মূর্তিমান আতঙ্ক নাইট তারকা আন্দ্রে রাসেল। তবে অনেকেই জানেন না খেলোয়াড়ের সাফল্যের নেপথ্যে রয়েছে এক অদ্ভুত রুটিন। হ্যাঁ, বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, IPL চলাকালীন, বলা ভাল ভারতে থাকলে রাতের পর রাত জেগে কাটিয়ে দেন KKR তারকা।
জানা গিয়েছে রাতে ঘুমানোর বদলে জিমে শারীরিক কসরত সারেন রাসেল। তবে নাইটদের এই ভরসাযোগ্য অলরাউন্ডার দিনের বেলায় ঘুমান। হ্যাঁ, রাতে শরীর চর্চা সেরে রাসেল যখন ঘুমোতে যান সূর্য তখন উঁকি দেয় পূর্ব গগনে।
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, সারারাত জিমে ঘাম ঝরিয়ে ভোরের আলো ফুটতেই ঘুমোতে জান রাসেল। নাইট তারকার ঘুম ভাঙ্গে দুপুরে। আর সেই সময়েই নাকি প্রাতরাশ সারেন খেলোয়াড়।
ব্রেকফাস্ট শেষ করে এক মুহূর্তও বসতে চান না তিনি। তড়িঘড়ি নিজেকে গুছিয়ে মাঠে নেমে পড়েন রাসেল। চলে বিধ্বংসী ক্রিকেট। হ্যাঁ, শোনা যায়, ব্রেকফাস্ট সেরে বল ও ব্যাট হাতে দিনের শুরুটা বিধ্বংসী মেজাজ নিয়েই করেন নাইট তারকা।
অবশ্যই পড়ুন: আশঙ্কাই হল সত্যি! দেউলিয়া হওয়ার পথে মলদ্বীপ, হাত তুলে নিল চিনও
আসলে ওয়েস্ট ইন্ডিজ তারকার দেশে যখন রাত ভারতে তখন দিনের আলো ফুটে গিয়েছে। একইভাবে ভারতে যখন মধ্যরাত, ওয়েস্ট ইন্ডিজে তখন সকাল। মূলত এই কারণেই ভারতে থাকাকালীন রাতে ঘুমোতে পারেন না রাসেল।
নিজের দেশের অর্জিত নিয়ম মেনে ভারতে সারারাত জিম করেন রাসেল। বিশেষজ্ঞদের মতে, বডি ক্লক ঠিক রাখতে, শরীরের কর্মক্ষমতার ভারসাম্য বজায় রাখতেই এই অদ্ভুত রুটিন মেনে চলেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম বিশ্বস্ত তারকা।
রিলায়েন্স জিও ভারতের অন্যতম বৃহৎ টেলিকম কোম্পানি। ব্যবহারকারীদের জন্য বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার করে জিও।…
Oppo F29 5G সিরিজ এই মাসেই ভারতে আসছে। সংস্থার তরফে ইতিমধ্যেই লঞ্চের দিনক্ষণ জানিয়ে দেওয়া…
HP ভারতে একাধিক উন্নত ফিচারছর ল্যাপটপ লঞ্চ করল। নতুন Intel Core আলট্রা প্রসেসর-সহ এই পার্সোনাল…
কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তি মিলতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে রাজ্যজুড়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: হোলির পর টানা দ্বিতীয় দিন কমলো হলুদ ধাতুর দাম (Gold Price)। আজ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর আগেই দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটে। 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া…
This website uses cookies.