Andre Russell Daily Routine: রাসেলের এই বদভ্যাসের কারণে উপকৃত হবে KKR | Andre Russell Daily Routine

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী অস্ত্র তথা নাইটদের পথ চলার পুরনো সঙ্গী আন্দ্রে রাসেল (Andre Russell) আসন্ন মরসুমেও KKR-এর হয়েই মাঠে নামবেন। দলের দুঃসময়ের অন্যতম ভরসাযোগ্য উদ্ধারকারী হিসেবে পরিচিত আন্দ্রে যেন বিরল প্রতিভার অধিকারী। ব্যাট হাতে যেমন দলের কঠিন সময় ফিনিশারের ভূমিকা পালন করেন তিনি, ঠিক তেমনই বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের ঝটকা দিয়ে উইকেট তুলে নেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

তবে অনেকেই হয়তো জানেন না, নাইট শিবিরের এই শক্তিশালী সৈনিক ভারতে থাকাকালীন রাতের পর রাত জেগে কাটিয়ে দেন! হ্যাঁ, বিষয়টা ভুরু কুঁচকানোর মতো হলেও এক অদ্ভুত রুটিন মেনে চলেন আন্দ্রে।। চলুন জেনে নিই নাইট তারকার সাফল্যের রুটিন সম্পর্কে।

READ MORE:  Threatening Calls To KKR Player: KKR তারকাকে ফোন করে হুমকি! ভারতে না আসার হুঁশিয়ারি? ফাঁস হল সব | Varun Received Threat Calls

সারা রাত জেগে থাকেন!

প্রতিপক্ষ শিবিরের কাছে আজও মূর্তিমান আতঙ্ক নাইট তারকা আন্দ্রে রাসেল। তবে অনেকেই জানেন না খেলোয়াড়ের সাফল্যের নেপথ্যে রয়েছে এক অদ্ভুত রুটিন। হ্যাঁ, বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, IPL চলাকালীন, বলা ভাল ভারতে থাকলে রাতের পর রাত জেগে কাটিয়ে দেন KKR তারকা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জানা গিয়েছে রাতে ঘুমানোর বদলে জিমে শারীরিক কসরত সারেন রাসেল। তবে নাইটদের এই ভরসাযোগ্য অলরাউন্ডার দিনের বেলায় ঘুমান। হ্যাঁ, রাতে শরীর চর্চা সেরে রাসেল যখন ঘুমোতে যান সূর্য তখন উঁকি দেয় পূর্ব গগনে।

READ MORE:  Shreyas Iyer On KKR:IPL জিতেও মেলেনি যোগ্য সম্মান! সাইলেন্ট হিরোর তকমা পেতেই KKR নিয়ে বিস্ফোরক শ্রেয়স | Shreyas Iyer Opens Up About KKR

ব্রেকফাস্ট সেরেই মাঠে নামেন আন্দ্রে

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, সারারাত জিমে ঘাম ঝরিয়ে ভোরের আলো ফুটতেই ঘুমোতে জান রাসেল। নাইট তারকার ঘুম ভাঙ্গে দুপুরে। আর সেই সময়েই নাকি প্রাতরাশ সারেন খেলোয়াড়।

ব্রেকফাস্ট শেষ করে এক মুহূর্তও বসতে চান না তিনি। তড়িঘড়ি নিজেকে গুছিয়ে মাঠে নেমে পড়েন রাসেল। চলে বিধ্বংসী ক্রিকেট। হ্যাঁ, শোনা যায়, ব্রেকফাস্ট সেরে বল ও ব্যাট হাতে দিনের শুরুটা বিধ্বংসী মেজাজ নিয়েই করেন নাইট তারকা।

অবশ্যই পড়ুন: আশঙ্কাই হল সত্যি! দেউলিয়া হওয়ার পথে মলদ্বীপ, হাত তুলে নিল চিনও

কেন এমন আজব অভ্যাস রাসেলের?

আসলে ওয়েস্ট ইন্ডিজ তারকার দেশে যখন রাত ভারতে তখন দিনের আলো ফুটে গিয়েছে। একইভাবে ভারতে যখন মধ্যরাত, ওয়েস্ট ইন্ডিজে তখন সকাল। মূলত এই কারণেই ভারতে থাকাকালীন রাতে ঘুমোতে পারেন না রাসেল।

READ MORE:  Team India: জুনেই বড় পরীক্ষা ভারতের! প্রতিপক্ষ এই শক্তিশালী দল, রইল নতুন সিরিজের সূচি | Team India To Play Test Series Against England In June

নিজের দেশের অর্জিত নিয়ম মেনে ভারতে সারারাত জিম করেন রাসেল। বিশেষজ্ঞদের মতে, বডি ক্লক ঠিক রাখতে, শরীরের কর্মক্ষমতার ভারসাম্য বজায় রাখতেই এই অদ্ভুত রুটিন মেনে চলেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম বিশ্বস্ত তারকা।

Scroll to Top