লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Android 15 Update: Motorola ফোন ব্যবহারকারীরা সাবধান! অ্যান্ড্রয়েড ১৫ আপডেট করলেই অচল হয়ে পড়ছে ডিভাইস

Published on:

আপনি যদি Motorola স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য বড় খবর। আসলে এই মুহূর্তে আপনার ফোনে যদি কোনো নতুন আপডেট এসে থাকে তাহলে কয়েকটা দিন অপেক্ষা করুন। অন্যথায় আপনার ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে। আমরা এমন কথা বলছি কারণ, নতুন আপডেট ডাউনলোডের পরে অনেক Motorola ফোনে সমস্যা দেখা দিয়েছে।

READ MORE:  Oppo K12x 5G Discount: ৩২ মেগাপিক্সেল ক্যামেরার Oppo K12x 5G বিরাট ডিসকাউন্টে, অফারের ফুলঝুড়ি | Flipkart OMG Gadgets Sale

গত কয়েকমাস ধরে বিভিন্ন ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৫ আপডেট রোল আউট করছে মোটোরোলা। এর আগেও বেশ কিছু ডিভাইসে নতুন আপডেট আসার পর সমস্যা দেখা দেওয়ায় কথা শোনা গিয়েছিল। এখন আবার একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, অ্যান্ড্রয়েড ১৫ আপডেট ডাউনলোড করার পর একাধিক ডিভাইসে গুরুতর সমস্যা দেখা দিয়েছে।

সমস্যাটা কী? অ্যান্ড্রয়েড অথরিটির রিপোর্টে বলা হয়েছে, থিংকফোন, ২০২৩ রজার প্লাস এবং এজ ৫০ নিওর মতো বেশ কয়েকটি Motorola স্মার্টফোনের ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ১৫ ওএস আপডেট করার পরে স্টক লঞ্চার (ডিফল্ট হোম স্ক্রিন অ্যাপ) বারবার ক্র্যাশ করার সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর ফলে ফোনগুলি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে এবং ব্যবহারকারীরা কোনো অ্যাপই ঠিকমতো ব্যবহার করতে পারছেন না।

READ MORE:  ধামাকা সেলে দাম কমলো Motorola G45 ফোনের, ডিসকাউন্টে ১০ হাজার টাকায় কেনার সুযোগ

তবে, নোভা লঞ্চার বা মাইক্রোসফ্ট লঞ্চারের মতো থার্ড পার্টি লঞ্চার ব্যবহারকারীরা এই সমস্যায় সম্মুখীন হননি, যদিও কিছু ব্যবহারকারী দাবি করেছেন যে কাস্টম লঞ্চার ব্যবহার করা সত্ত্বেও স্টক লঞ্চারটি সিস্টেম সেটিংসকে প্রভাবিত করছে এবং তাদের ডিভাইসেও সমস্যা দেখা দিয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.