লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Android Phone: ৩ দিন ব্যবহার করেননি? অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন | Your Android Smartphone Will Automatically Turn Off

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন হাত দিলেন না, আর হঠাৎ করেই খুলে দেখলেন ফোনটি অটোমেটিক রিবুট হয়ে গিয়েছে, আর খুলতেই চাইছে না। আসলে এটি কোন হ্যাকিং নয়, বরং গুগলের নতুন সিকিউরিটি আপডেট। হ্যাঁ, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য আরো সুরক্ষিত রাখতেই এই নয়া ফিচার নিয়ে এসেছে গুগল। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

নতুন ফিচারটি কী?

আসলে গুগল প্লে স্টোরের সাম্প্রতিক ভার্সন 25.14-তে নতুন একটি সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এই ফিচারটির নাম ‘Before First Unlock (BFU) অটো-রিবুট ফিচার’। আর এই ফিচার অনুযায়ী যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন টানা তিন দিন ছুঁয়ে না দেখা হয় বা আনলক না করা হয়, তাহলে ফোনটি স্বয়ংক্রিয়ভাবেই রিবুট হয়ে যাবে এবং লক হয়ে যাবে। আর এমনভাবে লক হবে, যাতে কেউ না খুলতে পারে।

READ MORE:  DSLR এর মতো ছবি তুলবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা এই ৬ সস্তা ফোন

কেন গুরুত্বপূর্ণ এই ফিচারটি?

মনে করুন, আপনার ফোনটি হারিয়ে গেলে বা কেউ চুরি করে নিল। তখন স্বাভাবিকভাবেই ফোনটি কয়েকদিন আনলক করা হবে না। আর আনলক না হওয়ায় তিন দিনের মাথায় এটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে এবং ফোনটি বিশেষ এক মোডে প্রবেশ করবে। যেখান থেকে ফোনটি সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আর এনক্রিপ্টেড মোডে বায়োমেট্রিক আনলকও কাজ করবে না। অর্থাৎ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি কিছুই কাজ করবে না। পাসওয়ার্ড ছাড়া কেউই ফোনটিকে খুলতে পারবেনা। এমনকি ফোনের সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে। ব্যবহারকারী যদি পাসওয়ার্ড ঠিকঠাক দেয়, তাহলেই ফের ডিভাইসটি সচল হবে।

READ MORE:  হাসপাতালে ভর্তি হলেই মিলবে ৫০০ টাকা! বিরাট প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের

কোন কোন ডিভাইসে কাজ করছে এই ফিচার?

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই নয়া ফিচার অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও অ্যান্ড্রয়েড ট্যাবলেটে কাজ করবে। তবে এখনো Android TV, Wear OS ও Android Auto ডিভাইসে এই ফিচার আনা হয়নি। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ডিভাইসগুলিতে ফিচারটি জুড়ে দেওয়া হবে।

কীভাবে এই ফিচার আপনার ফোনকে সুরক্ষিত রাখবে?

এই ফিচারটি মূলত যারা দীর্ঘদিন ধরে তাদের ডিভাইস ব্যবহার করে না বা যাদের ফোন চুরি হয়ে যাওয়ার আশঙ্কা বেশি, তাদের জন্য বিরাট আশীর্বাদ। কারণ ফোন একবার এই বিশেষ মোডে ঢুকে গেলে চোর বা হ্যাকার কেন, কেউই এখান থেকে ডেটা বার করতে পারবে না। এমনকি পাসওয়ার্ড ছাড়া ডিভাইসের অ্যাক্সেস পাওয়া যাবে না। অর্থাৎ, ব্যক্তিগত ছবি, ডকুমেন্টস, সমস্ত কিছুই থাকবে সুরক্ষিত।

READ MORE:  ১ মে থেকে লাগু হচ্ছে ব্যাঙ্ক সংক্রান্ত নতুন নিয়ম, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.