Android Phone: ৩ দিন ব্যবহার করেননি? অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন | Your Android Smartphone Will Automatically Turn Off
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন হাত দিলেন না, আর হঠাৎ করেই খুলে দেখলেন ফোনটি অটোমেটিক রিবুট হয়ে গিয়েছে, আর খুলতেই চাইছে না। আসলে এটি কোন হ্যাকিং নয়, বরং গুগলের নতুন সিকিউরিটি আপডেট। হ্যাঁ, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য আরো সুরক্ষিত রাখতেই এই নয়া ফিচার নিয়ে এসেছে গুগল।
আসলে গুগল প্লে স্টোরের সাম্প্রতিক ভার্সন 25.14-তে নতুন একটি সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এই ফিচারটির নাম ‘Before First Unlock (BFU) অটো-রিবুট ফিচার’। আর এই ফিচার অনুযায়ী যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন টানা তিন দিন ছুঁয়ে না দেখা হয় বা আনলক না করা হয়, তাহলে ফোনটি স্বয়ংক্রিয়ভাবেই রিবুট হয়ে যাবে এবং লক হয়ে যাবে। আর এমনভাবে লক হবে, যাতে কেউ না খুলতে পারে।
মনে করুন, আপনার ফোনটি হারিয়ে গেলে বা কেউ চুরি করে নিল। তখন স্বাভাবিকভাবেই ফোনটি কয়েকদিন আনলক করা হবে না। আর আনলক না হওয়ায় তিন দিনের মাথায় এটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে এবং ফোনটি বিশেষ এক মোডে প্রবেশ করবে। যেখান থেকে ফোনটি সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকবে।
আর এনক্রিপ্টেড মোডে বায়োমেট্রিক আনলকও কাজ করবে না। অর্থাৎ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি কিছুই কাজ করবে না। পাসওয়ার্ড ছাড়া কেউই ফোনটিকে খুলতে পারবেনা। এমনকি ফোনের সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে। ব্যবহারকারী যদি পাসওয়ার্ড ঠিকঠাক দেয়, তাহলেই ফের ডিভাইসটি সচল হবে।
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই নয়া ফিচার অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও অ্যান্ড্রয়েড ট্যাবলেটে কাজ করবে। তবে এখনো Android TV, Wear OS ও Android Auto ডিভাইসে এই ফিচার আনা হয়নি। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ডিভাইসগুলিতে ফিচারটি জুড়ে দেওয়া হবে।
এই ফিচারটি মূলত যারা দীর্ঘদিন ধরে তাদের ডিভাইস ব্যবহার করে না বা যাদের ফোন চুরি হয়ে যাওয়ার আশঙ্কা বেশি, তাদের জন্য বিরাট আশীর্বাদ। কারণ ফোন একবার এই বিশেষ মোডে ঢুকে গেলে চোর বা হ্যাকার কেন, কেউই এখান থেকে ডেটা বার করতে পারবে না। এমনকি পাসওয়ার্ড ছাড়া ডিভাইসের অ্যাক্সেস পাওয়া যাবে না। অর্থাৎ, ব্যক্তিগত ছবি, ডকুমেন্টস, সমস্ত কিছুই থাকবে সুরক্ষিত।
সহেলি মিত্র, কলকাতাঃ হাতে মাত্র আর কয়েক ঘণ্টা, ব্যস তারপরেই তুমুল ঝড়-বৃষ্টির দাপট শুরু হবে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
This website uses cookies.