প্রীতি পোদ্দার, কলকাতা: গানের দুনিয়ায় বর্তমানে একাধিক নতুন মুখ দেখা গিয়েছে। আর এই নতুন মুখের ভিড়েই বর্তমানে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছে অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharya)। টেলিভিশনের পর্দায় হোক বা ফোনের স্পিকারে অঙ্কিতার কণ্ঠ এখন কমবেশি অনেকেই শুনেছি। শুধু হাতে গোনা কয়েকটি এলাকায় নয়, অঙ্কিতার গানের কনসার্ট ছড়িয়েছে একাধিক জায়গায়। আর এই জয় যাত্রার আবহেই এবার বড় স্বপ্ন পূরণ করতে চলেছে সারেগামাপা-২০১৯’ এর চ্যাম্পিয়ন।
এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন
Join Now
ক্রমেই বেড়ে চলেছে অনুরাগীর সংখ্যা
অঙ্কিতার সঙ্গীত জীবনের প্রবেশ মায়ের হাত ধরে হাতে খড়ি হলেও বাইরে অঙ্কিতার প্রথম সঙ্গীত শিক্ষক হলেন রাধাপদ পাল। তাঁর কাছে এক বছর ধ্রুপদী সঙ্গীতচর্চা ও অনুশীলন করেছিল সে। এরপর গত সাত বছর সে রথীজিৎ ভট্টাচার্যের ছাত্রী হিসেবে রয়েছেন। সব রকমের গান যাতে সহজে গাইতে পারে, তার জন্য ভোকাল ট্রেনিং চলে রথীজিতের কাছে। তাইতো যে কোনও ভাষার যে কোনও গান গাওয়াতেই তার আনন্দ। বিভিন্ন জায়গায় জমিয়ে দেদার কনসার্ট চলছে তাঁর। ক্রমেই বেড়ে চলেছে অগুনতি অনুরাগী। তবে সেই সূত্রে এবার বয়স অল্প হলেও উপার্জনের পরিমাণ নেহাত কম নয়।
স্বপ্নপূরণে আপ্লুত অঙ্কিতা
আর সেই উপার্জনের জোরেই এবার স্বপ্নপূরণ করলেন সারেগামাপা বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য। তিনি আসলে উওর ২৪ পরগনার গো অঞ্চলের বাসিন্দা। মাত্র ২২ বছর বয়সেই নিজের গ্রামেই নতুন বাড়ি গড়েছে সে। তাও আবার তিনতলা। সম্প্রতি এই সাদা ধবধবে বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করেছিল তাঁর গোটা পরিবার। গোটা বাড়ি দেখে মনে হবে এক রাজমহল। মার্বেল বসানো রয়েছে বাড়িr বাইরে। ভিতরের দেওয়ালে হলুদ রঙ। সর্বত্র জায়গায় ঝুলছে ঝাড়বাতি। এছাড়াও অন্দরমহলে রয়েছে এক সুবিশাল ডাইনিং রূপ যেখানে গোটা পরিবার একসঙ্গে আনন্দ করে খাবার খেতে পারবেন। অন্যদিকে বেডরুমের পাশাপাশি সুন্দর করে তৈরি করা হয়েছে রান্নাঘর।
প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন
Join Now
আর এই গৃহপ্রবেশের শুভ অনুষ্ঠানে আরও এক উৎসবে মেতে উঠেছে গোটা পরিবার। আর সেটি হল গায়িকা অঙ্কিতার ভাইয়ের জন্মদিন। ধুমধাম করে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেক কেটে মোমবাতি জ্বালিয়ে বেশ মজা করে সকলে। গৃহ প্রবেশের দিন সবুজ বেনারসিতে অপরূপ সুন্দরী লাগছে অঙ্কিতাকে। ভাইয়ের সঙ্গে একটি মিষ্টি পোজ দিয়েছিলেন তিনি অনুষ্ঠানের ফাঁকে। একাধিক ছবি পোস্ট করেন অঙ্কিতা এদিন সোশ্যাল মিডিয়ায়।