Ankita Bhattacharya: মাত্র ২২ বছর বয়সেই প্রাসাদ-সম বাড়ি বানালেন সারেগামাপা জয়ী অঙ্কিতা, শেয়ার করলেন ছবি | Ankita Bhattacharya Shared Her New Home Pictures
প্রীতি পোদ্দার, কলকাতা: গানের দুনিয়ায় বর্তমানে একাধিক নতুন মুখ দেখা গিয়েছে। আর এই নতুন মুখের ভিড়েই বর্তমানে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছে অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharya)। টেলিভিশনের পর্দায় হোক বা ফোনের স্পিকারে অঙ্কিতার কণ্ঠ এখন কমবেশি অনেকেই শুনেছি। শুধু হাতে গোনা কয়েকটি এলাকায় নয়, অঙ্কিতার গানের কনসার্ট ছড়িয়েছে একাধিক জায়গায়। আর এই জয় যাত্রার আবহেই এবার বড় স্বপ্ন পূরণ করতে চলেছে সারেগামাপা-২০১৯’ এর চ্যাম্পিয়ন।
অঙ্কিতার সঙ্গীত জীবনের প্রবেশ মায়ের হাত ধরে হাতে খড়ি হলেও বাইরে অঙ্কিতার প্রথম সঙ্গীত শিক্ষক হলেন রাধাপদ পাল। তাঁর কাছে এক বছর ধ্রুপদী সঙ্গীতচর্চা ও অনুশীলন করেছিল সে। এরপর গত সাত বছর সে রথীজিৎ ভট্টাচার্যের ছাত্রী হিসেবে রয়েছেন। সব রকমের গান যাতে সহজে গাইতে পারে, তার জন্য ভোকাল ট্রেনিং চলে রথীজিতের কাছে। তাইতো যে কোনও ভাষার যে কোনও গান গাওয়াতেই তার আনন্দ। বিভিন্ন জায়গায় জমিয়ে দেদার কনসার্ট চলছে তাঁর। ক্রমেই বেড়ে চলেছে অগুনতি অনুরাগী। তবে সেই সূত্রে এবার বয়স অল্প হলেও উপার্জনের পরিমাণ নেহাত কম নয়।
আর সেই উপার্জনের জোরেই এবার স্বপ্নপূরণ করলেন সারেগামাপা বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য। তিনি আসলে উওর ২৪ পরগনার গো অঞ্চলের বাসিন্দা। মাত্র ২২ বছর বয়সেই নিজের গ্রামেই নতুন বাড়ি গড়েছে সে। তাও আবার তিনতলা। সম্প্রতি এই সাদা ধবধবে বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করেছিল তাঁর গোটা পরিবার। গোটা বাড়ি দেখে মনে হবে এক রাজমহল। মার্বেল বসানো রয়েছে বাড়িr বাইরে। ভিতরের দেওয়ালে হলুদ রঙ। সর্বত্র জায়গায় ঝুলছে ঝাড়বাতি। এছাড়াও অন্দরমহলে রয়েছে এক সুবিশাল ডাইনিং রূপ যেখানে গোটা পরিবার একসঙ্গে আনন্দ করে খাবার খেতে পারবেন। অন্যদিকে বেডরুমের পাশাপাশি সুন্দর করে তৈরি করা হয়েছে রান্নাঘর।
আর এই গৃহপ্রবেশের শুভ অনুষ্ঠানে আরও এক উৎসবে মেতে উঠেছে গোটা পরিবার। আর সেটি হল গায়িকা অঙ্কিতার ভাইয়ের জন্মদিন। ধুমধাম করে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেক কেটে মোমবাতি জ্বালিয়ে বেশ মজা করে সকলে। গৃহ প্রবেশের দিন সবুজ বেনারসিতে অপরূপ সুন্দরী লাগছে অঙ্কিতাকে। ভাইয়ের সঙ্গে একটি মিষ্টি পোজ দিয়েছিলেন তিনি অনুষ্ঠানের ফাঁকে। একাধিক ছবি পোস্ট করেন অঙ্কিতা এদিন সোশ্যাল মিডিয়ায়।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.