Antilia: ১৫ হাজার কোটির অ্যান্টিলিয়া আদতে এতিমখানার জমি? আম্বানির আগে মালিক ছিলেন ... Mukesh Ambani Land Owner Karim Bhai
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়া (Antilia) শুধুমাত্র একটি প্রাসাদ নয়, বরং আম্বানি পরিবারের প্রভাব, প্রতিপত্তি এবং রুচির এক অনন্য প্রতীক। মুম্বাইয়ের ব্যস্ত শহরের বুকে অবস্থিত এই ২৭ তলা বাড়ি তৈরি করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা Perkins & Will ও নির্মাণ সংস্থা Leighton Asia।
হ্যাঁ, এই বাড়িটির দাম প্রায় ৪.৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১৫ হাজার কোটি টাকা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, এই জমিতে এক সময় ছিল এতিমখানা? কি অবাক হচ্ছেন? আসলে এটাই সত্যি। চলুন একটু অ্যান্টিলিয়ার পিছনের ইতিহাস খতিয়ে দেখি।
সালটা ১৯৮৬। করিম ইব্রাহিম নামের একজন নামকরা ব্যবসায়ী এই জমিটি দান করেছিলেন ‘করিমভয় ইব্রাহিম খোজা এতিমখানা’ নামের একটি ধর্মীয় কল্যাণ সংস্থাকে। মূল উদ্দেশ্য ছিল, এই জমিতে তৈরি হবে এতিম শিশুদের জন্য এক বিরাট শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসন। তবে সময় পেরোলে জমিটি চলে আসে ওয়াকফ বোর্ডের আওতায়। আর এখান থেকেই শুরু হয় বিতর্কের মূল সূত্রপাত।
দিন গুনতে গুনতে ২০০২ সাল চলে আসে। ওয়াকফ বোর্ড কর্তৃক পরিচালিত সংস্থাটি সিদ্ধান্ত নেয় জমিটি বিক্রি করার। তারা সেই সময় দাতব্য কমিশনারের কাছে অনুমতিও চায়। এমনকি কয়েক মাসের মধ্যেই তারা অনুমতি পেয়ে যায়। সূত্র বলছে, জমিটি মাত্র ২.৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করা হয় একটি বেসরকারি কোম্পানির কাছে। আর সেই কোম্পানির পরিচালনায় ছিল মুকেশ আম্বানি। বেশ কিছু সূত্র দাবি করছে, সংস্থাটির নাম ছিল Antilia Commercial Private Limited।
সূত্র খতিয়ে জানা গেল, ওই সময় জমিটির প্রকৃত বাজার মূল্য ছিল প্রায় ১৮ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, জমিটি বিক্রি হয় প্রকৃত মূল্যের অনেকটাই কমে। আর এখানেই ওঠে সবথেকে বড় প্রশ্ন। জমি বিক্রির প্রক্রিয়া কি আদতে আইনসম্মত ছিল?
ওয়াকফ আইনের ৫১ নম্বর ধারা অনুযায়ী, এখন জমি বিক্রির আগে মহারাষ্ট্রের ওয়াকফ বোর্ডের অনুমতি নেওয়া প্রয়োজন। কিন্তু সেই সময় অনুমতি ছাড়াই জমিটিকে বিক্রি করা হয়। আর এই কারণেই সে সময় মহারাষ্ট্র সরকারের ওয়াকফ মন্ত্রী নবাব মালিক এবং রাজ্য সরকার জমি বিক্রির উপর নিষেধাক্কা জারি করে। এমনকি ওয়াকফ বোর্ড এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়। তবে পরবর্তী সময়ে আদালত সেই আবেদন খারিজ করে।
তবে সব আইনি জটিলতা কাটিয়ে এখন সেখানে দাঁড়িয়ে রয়েছে ভারতের সবথেকে বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়া। এমনকি রয়েছে বিলাসবহুল সব সুবিধা। মাল্টি লেভেল গ্যারেজ থেকে শুরু করে জিম, থিয়েটার, গার্ডেন সহ বিরাট সম্পত্তি। একটা জমির পেছনে যে কত অজানা ইতিহাস লুকিয়ে থাকতে পারে, তা অ্যান্টিলিয়া জমির ইতিহাস সবথেকে বড় প্রমাণ।
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…
This website uses cookies.