লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Antilia Electric Bill: আম্বানির অ্যান্টিলিয়ার ১ মাসের বিদ্যুৎ বিল কত জানেন? হিসাব দেখলে আঁতকে উঠবেন! | Mukesh Ambani’s House Electric Bill

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: গরমের দিনে বিদ্যুৎ বিলের পরিমাণ বাড়া নতুন কোন ঘটনা নয়। ফ্যান, এসি, কুলার সবকিছু বেশি ব্যবহারের ফলে গরমকালে ভারতের প্রায় সব বাড়িতেই বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় দ্বিগুণের থেকে বেড়ে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, ভারতের ধনকুবের মুকেশ আম্বানির বিশাল অ্যান্টিলিয়া বাড়ির বিদ্যুৎ বিল (Antilia Electric Bill) কত হতে পারে? শুনলে হয়তো চমকে উঠবেন। ২০১০ সালে প্রথমবার যখন অ্যান্টিলিয়াতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, তখন এক মাসে এই বাড়ির বিদ্যুৎ বিল ছিল ৭০ লক্ষ টাকা। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

১৫ হাজার কোটি টাকার বাড়ির বিদ্যুৎ বিল কেমন?

ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির এই বিলাসবহুল বাড়ির নাম অ্যান্টিলিয়া, যা মুম্বাইয়ের বুকে অবস্থিত। এটি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মূল্যবান বাড়ি, যার বাজার মূল্য প্রায় ১৫ হাজার কোটি টাকা। শুধুমাত্র বিল্ডিংটিকে টিকিয়ে রাখতেই প্রতি মাসে কয়েক লক্ষ  ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়। এক রিপোর্ট বলছে, প্রথম মাসে অ্যান্টিলিয়া মোট ৬,৩৭,২৪০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছিল, যার বিল দাঁড়ায় প্রায় ৭০,৬৯,৪৮৮/- টাকা। 

READ MORE:  'Jio-র বিপ্লবে মমতার বড় অবদান', লাকি চার্ম দিদির ভূয়সী প্রশংসা আম্বানির

৭০ লক্ষ টাকার বিদ্যুৎ বিল

এক বিশেষ সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানি দ্রুত বিল মিটিয়ে দেওয়াই ৪৮,৩৫৪/- টাকা ছাড় পেয়েছিলেন। সেই হিসাবে দেখা যাচ্ছে, মোট বিলের পরিমান ছিল ৭১ লক্ষ টাকার বেশি। ৭০ লক্ষ টাকার বিদ্যুতের খরচ মানে আমাদের মতো ৭০০০ সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক মাসের বিলের সমান। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কেন এত বিদ্যুৎ খরচ অ্যান্টিলিয়াতে?

মুম্বাইয়ের বুকে ২৭ তলা বিশিষ্ট এই অ্যান্টিলিয়া শুধু এক সাধারণ বাড়ি নয়। এখানে রয়েছে একাধিক হাই-টেক সুবিধা, দিনরাত ২৪ ঘন্টা বিদ্যুৎচালিত নানারকম প্রযুক্তি চালু থাকে বাড়িটিতে। যার মধ্যে রয়েছে তিনটি হেলিপ্যাড, ১৮৬টি গাড়ি রাখার বিশাল পার্কিং লট, তাপমাত্রা নিয়ন্ত্রণ করার সুইমিংপুল, ৫০ আসনের প্রাইভেট সিনেমা হল, বিশাল জিম, বিলাশবহুল মন্দির। এছাড়া রয়েছে বিশেষ ধরনের এয়ার কন্ডিশনের সিস্টেম, যা প্রতিটি রুমের জন্যই ব্যবহার করা হয়। আর এইসব প্রযুক্তি চালু রাখতে স্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে বিদ্যুৎ লাগে।

READ MORE:  8th Pay Commission: বেতন বাড়বে ৬৫,৮৪৪ টাকা অবধি! ভাগ্য বদলাবে লেভেল ৬ কর্মীদের | Level Six Employees Salary Update

বিদ্যুতের বিল দেখে সবাই অবাক!

যেখানে এক সাধারন ভারতীয় পরিবারে মাসে গড়ে ৩০০ ইউনিট মত বিদ্যুৎ লাগে, সেখানে অ্যান্টিলিয়া এক মাসে ৬ লক্ষের বেশি ইউনিট বিদ্যুৎ খরচ করেছে। আজকের দিনে দাড়িয়ে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ কয়েক লক্ষ কোটি টাকা। তার কাছে ৭০ লক্ষ টাকা কোন ব্যাপার না। কিন্তু একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এই বিশাল পরিমাণ টাকা শুধুমাত্র বিদ্যুৎ খরচের জন্য ব্যয় হওয়ার কথা শুনলেই চক্ষু চড়কগাছে উঠবে।

READ MORE:  8th Pay Commission: নতুন পে কমিশনে লটারি লাগবে শিক্ষকদের! বাড়তে পারে এতটা বেতন | Primary Teachers Salary Calculator
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.