Anurager Chhowa: TRP ফেরাতে মেগা টুইস্ট অনুরাগের ছোঁয়ায়, আসছে নতুন সোনা-রুপা, কারা তাঁরা? | Big Changes For Target Rating Point
পার্থ সারথি মান্না, কলকাতাঃ একটা সময় টিআরপি তালিকায় (TRP List) রাজত্ব করেছিল ‘অনুরাগের ছোঁয়া’। আজ তিন বছর পেরিয়ে ষ্টার জলসার এই মেগার জনপ্রিয়তা কিছুটা ফিকে হলেও বজায় রয়েছে। সম্প্রতি ফের একবার লিপ নিয়েছে ধারাবাহিকটি। যার ফলে সোনা ও রুপা দুজনেই অনেকটা বড় হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। তাহলে কাদের দেখা যাবে নতুন সোনা-রুপা হিসাবে? চলুন জেনে নেওয়া যাক।
সম্প্রতি স্টার জলসার অফিসিয়াল পেজে একটি প্রোমো ভিডিও রিলিজ করা হয়েছে। যেখানে শুরুতেই দেখা যাচ্ছে দীপা একটি ক্যাটারিং বা ফুড ডেলিভারি ব্যবসা শুরু করেছে। দোলের দিনে বড় অর্ডারের জন্য রান্না করছে সে। মেয়ে সোনা হুইলচেয়ারে বসে থাকা বাবা সূর্যকে নিয়ে আসতেই তাদের দীপা বলে বাইরে যেতে সবাই রং খেলছে। সোনাও মাকে রং খেলতে আসার অনুরোধ করে। কিন্তু রান্নার কাজ ছেড়ে যেতে চাইনি সে।
এদিকে সোনা চলে যেতেই দীপা বলে ওঠে, ‘কোথায় চলে গেলি রুপা? তোকে ছাড়া যে আমার জীবনটা সম্পূর্ণ রংহীন’। এরপরেই দেখা যাচ্ছে রাধা কৃষ্ণের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রুপা। সে বলে উঠল, তুমি তো জানো ঠাকুর মা আর রুপার জন্য অপেক্ষা করে না’। ৩০ সেকেন্ডের এই প্রোমো ইতিমধ্যেই সুপার ভাইরাল ৫৪ লক্ষেরও বেশি অনুষ দেখে ফেলেছেন।
আসলে কিছুদিন আগেই আবারও বেঁচে ফিরেছে মিশকা। আর এসেই খুনের দায় চাপিয়ে দিয়েছে রুপার ঘাড়ে। এমনকি মা দীপাও পুলিশকে বলে যে রুপাকে পুলিশের হাতে তুলে দেবে। এমন কথা শোনার পর অভিমান ও রাগে দূরে চলে গিয়েছে রুপা। কিভাবে আবারও সব বাঁধা পেরিয়ে এক হবে সূর্য-দীপা ও তার গোটা পরিবার? সেটাই এখন দেখার অপেক্ষা।
প্রোমো দেখেই বোঝা যাচ্ছে বড় হয়ে গিয়েছে সোনা ও রুপা দুজনেই। তাই নতুন অভিনেত্রীরা এন্ট্রি নিয়েছেন ধারাবাহিকে। এখন দর্শকদের প্রশ্ন এই অভিনেত্রীদের নাম ও পরিচয় কি? উত্তরে জানা যাচ্ছে রুপার চরিত্রে দেখা যাবে সংহিতা বন্দ্যোপাধ্যায়কে। এই ধারাবাহিকের মাধ্যমেই টিভিতে আত্মপ্রকাশ করলেন অভিনেত্রী। এছাড়া সোনা হিসাবে দেখা যাবে অভিনেত্রী নিশা পোদ্দারকে। এর আগে ‘এখানে আকাশ নীল’ থেকে ‘মন দিতে চাই’ এর মত সিরিয়ালে কাজে করেছেন তিনি।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.