লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Anurager Chhowa: TRP ফেরাতে মেগা টুইস্ট অনুরাগের ছোঁয়ায়, আসছে নতুন সোনা-রুপা, কারা তাঁরা? | Big Changes For Target Rating Point

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ একটা সময় টিআরপি তালিকায় (TRP List) রাজত্ব করেছিল ‘অনুরাগের ছোঁয়া’। আজ তিন বছর পেরিয়ে ষ্টার জলসার এই মেগার জনপ্রিয়তা কিছুটা ফিকে হলেও বজায় রয়েছে। সম্প্রতি ফের একবার লিপ নিয়েছে ধারাবাহিকটি। যার ফলে সোনা ও রুপা দুজনেই অনেকটা বড় হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। তাহলে কাদের দেখা যাবে নতুন সোনা-রুপা হিসাবে? চলুন জেনে নেওয়া যাক।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মেগা টুইস্ট

সম্প্রতি স্টার জলসার অফিসিয়াল পেজে একটি প্রোমো ভিডিও রিলিজ করা হয়েছে। যেখানে শুরুতেই দেখা যাচ্ছে দীপা একটি ক্যাটারিং বা ফুড ডেলিভারি ব্যবসা শুরু করেছে। দোলের দিনে বড় অর্ডারের জন্য রান্না করছে সে। মেয়ে সোনা হুইলচেয়ারে বসে থাকা বাবা সূর্যকে নিয়ে আসতেই তাদের দীপা বলে বাইরে যেতে সবাই রং খেলছে। সোনাও মাকে রং খেলতে আসার অনুরোধ করে। কিন্তু রান্নার কাজ ছেড়ে যেতে চাইনি সে।

READ MORE:  Bengali Serial: প্রেম-কূটকচালি অতীত! শিশুকেন্দ্রিক মেগা আনছে জি বাংলা, প্রকাশ্যে নায়িকার নাম সহ স্টোরি | Zee Bangla New Child Centric Serial Duggamoni cast and story

এদিকে সোনা চলে যেতেই দীপা বলে ওঠে, ‘কোথায় চলে গেলি রুপা? তোকে ছাড়া যে আমার জীবনটা সম্পূর্ণ রংহীন’। এরপরেই দেখা যাচ্ছে রাধা কৃষ্ণের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রুপা। সে বলে উঠল, তুমি তো জানো ঠাকুর মা আর রুপার জন্য অপেক্ষা করে না’। ৩০ সেকেন্ডের এই প্রোমো ইতিমধ্যেই সুপার ভাইরাল ৫৪ লক্ষেরও বেশি অনুষ দেখে ফেলেছেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ভুল বুঝে মায়ের থেকে আলাদা রুপা

আসলে কিছুদিন আগেই আবারও বেঁচে ফিরেছে মিশকা। আর এসেই খুনের দায় চাপিয়ে দিয়েছে রুপার ঘাড়ে। এমনকি মা দীপাও পুলিশকে বলে যে রুপাকে পুলিশের হাতে তুলে দেবে। এমন কথা শোনার পর অভিমান ও রাগে দূরে চলে গিয়েছে রুপা। কিভাবে আবারও সব বাঁধা পেরিয়ে এক হবে সূর্য-দীপা ও তার গোটা পরিবার? সেটাই এখন দেখার অপেক্ষা।

READ MORE:  দুর্দান্ত কামব্যাক জগদ্ধাত্রীর, কোথায় পরিণীতা? দেখুন লেটেস্ট TRP তালিকা

নতুন সোনা-রুপার আসল পরিচয়

প্রোমো দেখেই বোঝা যাচ্ছে বড় হয়ে গিয়েছে সোনা ও রুপা দুজনেই। তাই নতুন অভিনেত্রীরা এন্ট্রি নিয়েছেন ধারাবাহিকে। এখন দর্শকদের প্রশ্ন এই অভিনেত্রীদের নাম ও পরিচয় কি? উত্তরে জানা যাচ্ছে রুপার চরিত্রে দেখা যাবে সংহিতা বন্দ্যোপাধ্যায়কে। এই ধারাবাহিকের মাধ্যমেই টিভিতে আত্মপ্রকাশ করলেন অভিনেত্রী। এছাড়া সোনা হিসাবে দেখা যাবে অভিনেত্রী নিশা পোদ্দারকে। এর আগে ‘এখানে আকাশ নীল’ থেকে ‘মন দিতে চাই’ এর মত সিরিয়ালে কাজে করেছেন তিনি।

READ MORE:  Bengali Serial: আচমকাই বন্ধ একাধিক সিরিয়ালের শুটিং! আসবে না নতুন পর্ব? চিন্তায় দর্শকেরা | Several Serial Shooting Stopped Due To Issue With Director
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.