Apache, Ntorq-দের বাজিমাত! ইতিহাসে এই প্রথম TVS-এর কাছে হেরে তিনে নামল Hero | TVS Overtakes Hero Motocorp for The First Time
বিশ্বের বৃহত্তম দু’চাকার বাজারে বিক্রির নিরিখে শীর্ষস্থান ধরে রাখতে পারল না হিরো মটোকর্প (Hero MotoCorp)। এই কোম্পানিকে সরিয়ে প্রথম স্থানে জায়গা করে নিল হোন্ডা (Honda)। দেশের বাজারে এই ঘটনা খুবই বিরল। তবে তার থেকেও আশ্চর্যজনক খবর হল, হিরোকে পিছনে ফেলে চমকে দিয়েছে টিভিএস (TVS)। ফলে স্প্লেন্ডর নির্মাতার বিক্রিতে যে বেশ বড় ধস দেখা গিয়েছে তা বোঝার জন্য অভিজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। মাসিক বিক্রির নিরিখে এমন ঘাটতি, কার্যত টালমাটাল পরিস্থিতি তৈরি করেছে কোম্পানির জন্য।
গত মাসে, টিভিএস মোটর বিক্রি করেছে ৪,০৩,৯৭৬টি মোটরসাইকেল ও স্কুটার, যা বার্ষিক ৯% বেশি। একই মাসে হিরো বিক্রি করেছে ৩,৮৮,০৬৮ ইউনিট, যা বার্ষিক ১৭.২% কম। বিক্রির তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে হিরো মটোকর্প। প্রথম দুই স্থানে রয়েছে হোন্ডা এবং টিভিএস। এই প্রথম দ্বিতীয় স্থান থেকে হিরোকে সরিয়ে জায়গা করে নিল টিভিএস।
হোন্ডা – ৪২২,৪৯৯ (৭.৯% হ্রাস)
টিভিএস – ৪০৩, ৯৭৬ (৯.৬% বৃদ্ধি)
হিরো মটোকর্প – ৩৮৮,০৬৮ (১৭.২% হ্রাস)
বাজাজ অটো – ২৯৯,৪১৮ (১.৬% বৃদ্ধি)
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে টিভিএসের রফতানি বৃদ্ধি পেয়েছে ২৬%। গত মাসে ১,২৪,৯৯৩টি দু’চাকা রফতানি করেছে কোম্পানি। আগের বছর ফেব্রুয়ারিতে যা ছিল ৯৮,৮৫৬ ইউনিট। শুধু পেট্রল চালিত দু’চাকা নয় ইলেকট্রিক স্কুটারের বিক্রিও বেড়েছে কোম্পানির। বর্তমানে টিভিএসের ঝুলিতে দুটি ইলেকট্রিক স্কুটার রয়েছে – আইকিউব এবং এক্স।
খুব শীঘ্রই আরও একটি ইলেকট্রিক স্কুটার আসতে চলেছে। এটি হল জুপিটার ইভি। অপরদিকে, হিরো মটোকর্পের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড হিরো ভিডার বিক্রি সেই ভাবে ছাপ ফেলতে পারেনি ভারতের বাজারে। তাছাড়া গত মাসে পেট্রল চালিত স্কুটার ও বাইকের বিক্রিও অনেকটা কমেছে, যে কারণে এই প্রথম বিক্রির তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে হিরো।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.